বিরাট বদল পাহাড়ের রাজনীতির! ভাঙছে হামরো পার্টি, পাল্লা ভারী অনিতের দলের

Last Updated:

কার্শিয়াং টাউন হলে দার্জিলিং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোর্জে লামা যোগ দিলেন অনিত থাপার দলে।

#কার্শিয়াং: পাহাড়ে ফের ভাঙন হামরো পার্টিতে। এদিন ফের হামরো পার্টি ছেড়ে আরও এক কাউন্সিলর যোগ দিলেন বিজিপিএমে। কার্শিয়াং টাউন হলে দার্জিলিং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোর্জে লামা যোগ দিলেন অনিত থাপার দলে। এর আগেও ৫ কাউন্সিলর যোগ দিয়েছিলেন। জল্পনা চলছে, গোর্খা জনমুক্তি মোর্চার নির্বাচিত কাউন্সিলররাও যোগ দেবেন বিজিপিএমে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিজিপিএমের সভাপতি অনীত থাপা।
তিনি বলেন, "বিরোধী দলের কাউন্সিলররাও আমাদের দলে আসতে চাইছেন। আলোচনা চলছে। দ্রুত ছবি স্পষ্ট হয়ে যাবে।" তিনি নাম না করে অজয় এডওয়ার্ডকেও আক্রমণ করে বলেন, "দার্জিলিং পুরসভা চলছিল রিমোট দিয়ে। তাই আজ হামরো পার্টি ছেড়ে কাউন্সিলররা আসছেন। দ্রুত বোর্ড গঠন হবে।" সূত্রের খবর, দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যান হচ্ছেন সদ্য হামরো পার্টি ছেড়ে আসা বিষ্ণু মল্ল।
advertisement
যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অনীত। তাঁর দাবী, "দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। কাউন্সিলররাও থাকবেন।"
advertisement
অজয় এডওয়ার্ডের তোলা টাকা ছড়িয়ে দল ভাঙানোর অভিযোগ উড়িয়েছেন অনীত। তাঁর কথায়, "আমাদের দল ছেড়েও অনেকে অন্য দলে যোগ দিয়েছেন। আমরা কাউকে দোষারোপ করিনি।"
আরও পড়ুন, 'বিজেপির কাজ!' নিজের নিখোঁজ পোস্টার দেখে রেগে আগুন তৃণমূল কাউন্সিলার
advertisement
অন্যদিকে এদিন পালটা অনীতকে আক্রমণ করেন পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল। অনীত থাপাকে 'কোভিডের চাইতেও ভয়ানক জীবাণু' বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, "ক্ষমতায় থাকার জন্যে উনি সব কিছুই করতে পারেন। পাহাড়ে অবৈধ বিল্ডিং ভাঙার কাজে হাত দেওয়ায় চাপে পড়েন অনীত। তড়িঘড়ি দল ভাঙানোর খেলায় নেমে পড়েন। কেননা ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বসেছিলেন অনীত থাপা। সেই টাকা দিয়েই বিরোধী শিবির ভাঙছেন।"
advertisement
তিনি আরও বলেন, "আসলে দার্জিলিংয়ের রাজনীতিতে এখন টাকার খেলা চলছে। যাঁর হাতে টাকা, আর ক্ষমতা রয়েছে, সেই মসনদে বসবেন। জনতার রায়ের কোনও দাম নেই। তবে এই রাজনীতি বেশীদিন চলতে পারে না। ওঁনার ভবিষ্যতও ভালো হবে না। ওঁনাকে তো কয়েকজন নেতা আর ঠিকাদারেরা রিমোট দিয়ে পরিচলনা করছেন। পদ বড় কথা নয়, একজন সাধারন কাউন্সিলর হিসেবে এলাকার উন্নয়ন করে যাব।"
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিরাট বদল পাহাড়ের রাজনীতির! ভাঙছে হামরো পার্টি, পাল্লা ভারী অনিতের দলের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement