Sarala Murmu: সোনালির পথেই সরলা, তৃণমূলে ফিরতে উদগ্রীব আরও এক নেত্রীর আর্জি!

Last Updated:

সোনালি গুহ (Sonali Guha)-র পর এবার সরলা মুর্মু (Sarala Murmu)। তৃণমূলে ফিরে আসতে চান বিজেপি নেত্রী।

কলকাতা: শ্বাস আটকে আসছে, তাই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঁচলের তলায় আসতে চান তিনি। শনিবার একটা ট্যুইটেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা দলত্যাগ করে BJP-তে যাওয়া সোনালি গুহ (Sonali Guha)। রীতিমতো ক্ষমা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ফেরার আর্জি জানিয়েছেন সোনালি। সেই ঘটনার ২৪ ঘণ্টা মিটতে না মিটতেই এবার সরলা মুর্মু (Sarala Murmu)। সোনালির মতো একই পথে হেঁটে তৃণমূলে ফিরতে চেয়েছেন সরলা। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে মালদার হবিবপুর থেকে সরলাকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর সরলা জানিয়েছিলেন, তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে চান না। এরপরই বিজেপিতে গিয়ে নাম লেখান তিনি। কিন্তু রাজ্যে বিজেপির ভরাডুবি হতেই ফের পুরনো দলে ফিরতে চাইছেন সরলা।
সংবাদমাধ্যমে তিনি বলেন, 'আমার পুরনো দল তৃণমূলেই ফিরতে চাই। ভুল বুঝিয়ে বিজেপি তাঁদের দলে নিয়েছিল আমাকে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই দলে ফিরতে চাইছি। দলের জেলা নেতৃত্বকেও জানিয়েছি। দরকারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাব।' তিনি জানিয়েছেন, তৃণমূলের যখন যেখানে প্রয়োজন হবে, সেখানেই দলের পাশে দাঁড়াবেন তিনি।
বস্তুত, বিধানসভা ভোটের আগে বিজেপির অনুকূলে যে দলবদলের খেলা ছিল, তা ফলের পরই ঘুরে গিয়েছে তৃণমূলের দিকে। একদা ঘাসফুল শিবির ছেড়ে যাওয়া নেতারা ফিরতে চাইছেন পুরনো দলে। বাংলার ভোটের ফল প্রকাশের দিনই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দলত্যাগীরা দলে ফিরতে চাইলে স্বাগত। এরপরই কার্যত তৃণমূলে ফেরার ধুম পড়ে গিয়েছে।
advertisement
advertisement
এর মধ্যে সবার আগে সোনালি প্রকাশ্যে এভাবে মুখ খুলেছেন। তারপর একই পথে হাঁটলেন সরলা মুর্মুও। ইতিমধ্যেই বিজেপি থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। জল্পনা রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। শুভেন্দু অধিকারীর পর যাঁর দলবদল নিয়ে সবথেকে বেশি শোরগোল হয়েছিল বাংলায়, তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ভোটে নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়েই হেরে গিয়েছেন তিনি৷ এর পর থেকেই কিছুটা অন্তরালে রয়েছেন প্রাক্তন বনমন্ত্রী৷ যদিও ফলপ্রকাশের পরই ইঙ্গিতবাহীভাবে তিনি বলেছেন, 'যতদিন বাঁচব, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে যাব।' তাহলে কি পুরনো দলেই ফিরছেন? রাজীবের কৌশলী জবাব, 'এখন আমি করোনার মোকাবিলায় ব্যস্ত আছি, এই সময় রাজনীতির কথা বলব না৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sarala Murmu: সোনালির পথেই সরলা, তৃণমূলে ফিরতে উদগ্রীব আরও এক নেত্রীর আর্জি!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement