Home /News /north-bengal /
দুর্গার বিসর্জনের পরে লক্ষ্মীপুজোও শেষ কিন্তু আজ থেকেই বাংলার এই গ্রামে ফের শুরু হল দুর্গাপুজো

দুর্গার বিসর্জনের পরে লক্ষ্মীপুজোও শেষ কিন্তু আজ থেকেই বাংলার এই গ্রামে ফের শুরু হল দুর্গাপুজো

প্রতি বছর চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। চলতি বছর বুধবার (২৫ মার্চ) থেকে পালিত হবে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হতে থাকে। এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ১৪২৫ সনের শ্রীশ্রী চৈত্র নবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি:

প্রতি বছর চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। চলতি বছর বুধবার (২৫ মার্চ) থেকে পালিত হবে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে নয় দিন টানা দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং নিজস্ব প্রথা অনুযায়ী অষ্টমী বা নবমীর দিন রাম নবমী পালন হতে থাকে। এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ১৪২৫ সনের শ্রীশ্রী চৈত্র নবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি:

১৩২ বছর ধরে চলছে এই পুজো।

 • Share this:

  #করণদিঘি: দুর্গাপুজো শেষ, লক্ষ্মীপুজোও হয়ে গিয়েছে, কিন্তু এখনও আপনার মন খারাপ? তাহলে পুজোর আমেজ নিতে আসতে পারেন উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে। সেখানে আজ থেকে শুরু হল দুর্গাপুজো।

  গ্রামের বাসিন্দা সোনামতি কুম্ভারানী এই পুজো চালু করায় তাঁর নামেই চলছে দুর্গাপুজো। মূলত রাজবংশী সম্প্রদায়ের মানুষরাই এই পুজো করে থাকেন। ১৩২ বছর ধরে চলছে এই পুজো। দুর্গাপুজোর নবমীর সাতদিন পরে এখানে বোধন হয় দেবীর । পুজো হয় চারদিন ধরে। দেবী দুর্গার সঙ্গে শিব, নারায়ণ, গঙ্গা সহ আরও ২২ দেবদেবীর পুজো হয়। পুজো উপলক্ষে মেলাও বসে গ্রামে। দেবীর কাছে প্রার্থনা জানাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় করণদিঘির সিঙ্গারদহে ।
  First published:

  Tags: Durga Puja 2019, Durga Puja celebration after end of Puja, Puja 2019

  পরবর্তী খবর