সব যেন গিলে খাচ্ছে...! ভূতনির ভবিষ্যৎ রক্ষায় তৎপর প্রশাসন, রিপোর্টে যা উঠে এল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া জানিয়েছেন, মালদার ভূতনি নিয়ে কত কাজ করলাম তাও বাঁধ ভেঙে গেল। এই মুহূর্তে গঙ্গা আর ফুলহার মাত্র ৪৫০ মিটার দূরত্বে চলে এসেছে। সমস্ত টেকনিক্যাল স্টাডিজ চলছে।
ভূতনির ভবিষ্যৎ খুঁজতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য। রিপোর্টে উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় ৫০ বছর আগে বদলে যাওয়া গতিপথে পুনরায় ফিরছে গঙ্গা। অ্যাকুইস্টিক ডপলার দিয়ে ভূতনিতে পরীক্ষা চালায় রাজ্য। সেচ দফতর ও রিভার রিসার্চ ইনস্টিটিউট এই পরীক্ষা করছে। সেখানেই জানা গেছে প্রবল গতিবেগে পুরনো পথে পুনরায় বইছে নদী। ভূতনির চরকে ঘিরে আছে গঙ্গা ও ফুলহার নদী। সেচ দফতরের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, দুই নদীর দূরত্ব। ভূতনির চরের দুই নদীর দূরত্ব কমে দাঁড়িয়েছে ৪৫০ মিটার।
আগামীদিনে যা চিন্তার কারণ রাজ্যের কাছে। পরিস্থিতি মোকাবিলায় সাহায্য নেওয়া হচ্ছে আইআইটি রুরকির। বিখ্যাত বিশেষজ্ঞ জে আহমেদ নিজে রিপোর্ট প্রস্তুত করবেন। আগামীদিনে এই চর বাঁচাতে ও মালদা-মুর্শিদাবাদ বাঁচাতে আস্থা সেই প্রযুক্তির রিপোর্টে। প্রসঙ্গত, উত্তর ভারত ও বিহারে ভারী বৃষ্টির কারণে জল আরও বাড়তে চলেছে গঙ্গায়। গঙ্গার অববাহিকা দিয়ে ২৬ লক্ষ কিউসেক জল প্রবাহিত হবে বলে জানা যাচ্ছে। ফলে গঙ্গা নদীর জলস্তর কয়েক মিটারের বেশি বৃদ্ধি পেতে পারে।
advertisement
advertisement
গঙ্গা, ফুলহার এবং কোশি নদী দিয়ে ঘেরা মানিকচক ব্লকের ভুতনির উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর পঞ্চায়েত। ভূতনিকে ভাঙন থেকে রক্ষা করতে কয়েক দশক আগে রিং বাঁধ তৈরি হয়েছিল। বছর চারেক আগে হীরানন্দপুর পঞ্চায়েতের কেশরপুর ও কালুটোনটোলায় বাঁধের একাংশ গঙ্গায় তলিয়ে যায়। ওই বাঁধের পিছন দিকে হীরানন্দপুর পঞ্চায়েতের তরফে একটি ছোট বাঁধ তৈরি হয়। গঙ্গার রিং বাঁধ ভেঙে যাওয়ার পর ওই বাঁধকে মজবুত করে সেচ দফতর।
advertisement
রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া জানিয়েছেন, মালদার ভূতনি নিয়ে কত কাজ করলাম তাও বাঁধ ভেঙে গেল। এই মুহূর্তে গঙ্গা আর ফুলহার মাত্র ৪৫০ মিটার দূরত্বে চলে এসেছে। সমস্ত টেকনিক্যাল স্টাডিজ চলছে। আইআইটি রুরকির জে আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অ্যাকোয়াস্টিক ডপলার স্টাডি করেছি। গঙ্গার ভেলোসিটি, দিক বদল, ঘূর্ণি সব দেখা গেছে। ৫ পুরানো গতিপথ গঙ্গা আবার ফেরাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 10:06 AM IST