Bharat jodo yatra: লক্ষ্য পঞ্চায়েত! মালদহে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

Last Updated:

পঞ্চায়েত ভোটের আগে ভাল সাড়া উচ্ছ্বসিত কংগ্রেস শিবির।

অধীর চ
অধীর চ
মালদহ, সেবক দেবশর্মা: একসময়ে কংগ্রেস গড় হিসাবে পরিচিত মালদহে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সোমবার সকালে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর বিধানসভার টাউনশিপ মোড়ে যাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
দুদিনের এই যাত্রা মঙ্গলবার গাজোলে শেষ হবে বলে কংগ্রেস সূত্রের খবর। এদিনের কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার কংগ্রেস কর্মী। যাত্রা উপলক্ষে সাজিয়ে তোলা হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ৬০ কিলোমিটার রাস্তা।
রাজনীতির কারবারিরা বলছেন, ভারত জোড়ো যাত্রা কর্মসূচিকে হাতিয়ার করে আসলে মালদহে সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতে চাইছে প্রদেশ কংগ্রেস। এজন্য, দু'দিনের এই কর্মসূচিকে সফল করতে ময়দানে নেমেছেন তাবড় জেলা নেতৃত্ব। এ রাজ্যে ভারত জোড়ো যাত্রার নাম দেওয়া হয়েছে সাগর থেকে পাহাড় ভারত জোড়ো যাত্রা।
advertisement
advertisement
মালদহে দু'দিনের ভারত জোড়ো যাত্রা ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর উত্তরবঙ্গের দিকে যাবে বলে জানা গিয়েছে। মালদহের বৈষ্ণবনগর, সুজাপুর, ইংরেজবাজার, পুরাতন মালদহ প্রভৃতি একাধিক বিধানসভা এলাকা ছুঁয়ে এগোবে এই পদযাত্রা। এজন্য মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ৬০ কিলোমিটার এলাকা সাজিয়ে তুলেছে কংগ্রেস। দলীয় পতাকা, ফেস্টুনের পাশাপাশি এই দীর্ঘ রাস্তায় রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের কাটআউট ঝোলানো হয়েছে।
advertisement
এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষের জমায়েত হওয়ার কথা আশা করে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল কংগ্রেস। পূর্ব পরিকল্পনা মতো সোমবার সকাল ৯টা নাগাদ মালদহের বৈষ্ণবনগরে টাউনশিপ মোড় একে একে জড়ো হতে থাকেন সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতি এসে পৌঁছনোর পরেই জাতীয় পতাকা ও কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
advertisement
'নাফরত ছোড়ো, ভারত জোড়ো' স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে পা মেলান কর্মী সমর্থকেরা। দুপুর নাগাদ এই যাত্রা গিয়ে পৌঁছয় কালিয়াচকের বালিয়াডাঙা মোড়ে। সেখানে দুপুরের বিশ্রামের পর বিকেলে ফের শুরু হবে যাত্রা। রাতে মালদহের সুজাপুরে রাত্রিবাস করবেন যাত্রায় অংশ নেওয়া পদযাত্রীরা।
advertisement
কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সূত্রের খবর, আগামিকাল, মঙ্গলবার, ১৭ জানুয়ারি সকালে ফের সুজাপুর থেকে পদযাত্রা শুরু হবে। আশপাশের একাধিক বিধানসভা এলাকার কংগ্রেস কর্মীরা শামিল হবেন এই পদযাত্রায়। পদযাত্রা শেষ হবে বিকেলে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায়।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এ রাজ্যে কংগ্রেসের 'গড়' হিসেবে চিহ্নিত ছিল মালদহ। ২০১৫ বিধানসভা নির্বাচনেও জেলায় আটটি বিধানসভা আসনে জেতে কংগ্রেস। গোটা রাজ্যের মধ্যে মালদহে সবচেয়ে বেশি সফল হয়েছিল বাম- কংগ্রেস জোট। শুধু তাই নয়, ২০১৫- এ জোটের দাপটে বিধানসভায় মালদহে 'শূন্য' হয়ে গিয়েছিল তৃণমূল।
advertisement
যদিও ২০২১- এ এর উল্টো ছবি হয় মালদহে। পাল্টা ঘাসফুলের দাপটে 'শূন্য' হয়ে যায় বাম -কংগ্রেস জোট। এরপর থেকেই জেলা রাজনীতিতে অনেকটাই কোণঠাসা অবস্থা কংগ্রেসের। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই, এবার ভারত জোড়ো যাত্রাকে 'হাতিয়ার' করে পঞ্চায়েত ভোটের আগে ঘুরে দাঁড়াতে মরিয়া হাত শিবির।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bharat jodo yatra: লক্ষ্য পঞ্চায়েত! মালদহে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement