#শিলিগুড়ি: বিয়ের পর সাতদিনও কাটেনি ৷ দু’জনে একে অপরকে ভরসা জুগিয়েছিলেন ৷ সারা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিলেন ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ৷ এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল স্বামীর প্রাণ ৷ গ্যাংটকে হানিমুনে এসে রিভার ব়্যাফটিংয়ে নেমে স্বামীকে হারালেন স্ত্রী ৷ বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কালিম্পংয়ের মল্লির কাছে ।
দিন সাতেক আগে বহ্নিশিখা সিংয়ের সঙ্গে বিয়ে হয় রোশন সিং ৷ রোশন মজফ্ফরপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে দিল্লিতে থাকতেন ৷ বিয়ের পরই গ্যাংটকে হানিমুন করতে যান দম্পতি । কিন্তু সেখানে এসে এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হবে ৷ তা হয়তো দু:স্বপ্নতেও ভাবেননি এই দম্পতি ৷ হানিমুন সেরে বুধবারই বাড়ি ফেরার কথা ছিল তাদের ৷ ফেরার পথে তিস্তায় র্যাফটিং করতে যান তাঁরা। সেই সময়েই বোট উল্টে ঘটে বিপত্তি ৷ বোট উল্টে পড়ে যান যাত্রীরা ৷
স্থানীয়রাই আক্রান্তদের উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রোশনকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalingpong, River Rafting