রাতে পিকনিকে ছিল, সকালে উদ্ধার যুবকের অর্ধনগ্ন মৃতদেহ, কী এমন ঘটেছিল সেখানে?

Last Updated:

জানা গিয়েছে, স্থানীয় একটি আম বাগানে পিকনিকের আয়োজন করেছিল এলাকারই কয়েকজন যুবক। সেই পিকনিকেই যোগ দিয়েছিল দিলীপ। সকালে, দিলীপ বাড়ি না ফিরলে পিকনিক স্থলে খোঁজ করতে গিয়ে দেখা যায় সেখানে পড়ে রয়েছে তাঁর অর্ধনগ্ন মৃতদেহ। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে পিকনিকের অন্য সঙ্গীরা।

#সেবক দেবশর্মা, মালদহ: বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না। নতুন বছরের সকালে পিকনিকস্থল থেকে উদ্ধার হল যুবকের অর্ধনগ্ন মৃতদেহ। মালদহের চাঁচোল থানার সুতি এলাকার ঘটনা।
মৃত যুবকের নাম দিলীপ দাস। বয়স ২৮ বছর। দিলীপের বাড়ি চাঁচোল থানার অন্তর্গত সুতি এলাকায়। তাঁর পরিবার সূত্রের খবর, বর্ষশেষের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন দিলীপ। বলেছিলেন সকালে বাড়ি ফিরবেন। কিন্তু তাঁর সেই বাড়ি ফেরা আর হল না।
জানা গিয়েছে, স্থানীয় একটি আম বাগানে পিকনিকের আয়োজন করেছিল এলাকারই কয়েকজন যুবক। সেই পিকনিকেই যোগ দিয়েছিল দিলীপ। সকালে, দিলীপ বাড়ি না ফিরলে পিকনিক স্থলে খোঁজ করতে গিয়ে দেখা যায় সেখানে পড়ে রয়েছে তাঁর অর্ধনগ্ন মৃতদেহ। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে পিকনিকের অন্য সঙ্গীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: কুয়াশায় বর্ষবরণ, বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট
দিলীপের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে 'খুন' করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, একই সঙ্গে পিকনিক করার পর দিলীপের মৃত্যু হলেও সঙ্গীরা পরিবারকে কোনও কিছুই জানায়নি। শুধু তাই নয়,  পিকনিকের পরদিন সকালে একসঙ্গে সকলেই চম্পট দেওয়ায় খুনের সম্ভাবনা আরও জোড়াল হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।
advertisement
জানা গিয়েছে, মৃতের পরিবারে স্ত্রী ছাড়াও শিশুসন্তান রয়েছে। পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন দিলীপ। ফলে এরপর সংসার খরচ কী ভাবে চলবে এখন সেটা ভবেই কূল পাচ্ছেন না দিলীপের স্ত্রী। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাঁচোল থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতে পিকনিকে ছিল, সকালে উদ্ধার যুবকের অর্ধনগ্ন মৃতদেহ, কী এমন ঘটেছিল সেখানে?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement