Accident: পিষে দিল 'দানব' গাড়ি, একধাক্কায় সব শেষ...! রক্তে ভাসল রাস্তা, যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোক-হাহাকার পরিবারে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Accident: মোটরসাইকেল ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরসাইকেল চালকের। নকশালবাড়ির অদূরে কদমা মোড়ে ঘটনা।
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: মোটরসাইকেল ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরসাইকেল চালকের। নকশালবাড়ির অদূরে কদমা মোড়ে ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, পানিঘাটা থেকে একটি মোটরসাইকেলে ২জন নকশালবাড়িতে হয়ে ঘোষপুকুরে ফিরছিলেন। সেই সময় কদমা মোড়ে রাজ্য সড়কে একটি চারচাকার গাড়ির মুখোমুখি এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোটরসাইকেল চালক।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বৃহস্পতির দুরন্ত চালে কপাল পুড়বে ২ রাশির, কালীপুজোর আগেই ভয়ঙ্কর বিপদ, আর্থিক সঙ্কটে জীবন ছারখার
পরে মোটরসাইকেল ও চারচাকার মুখোমুখি ধাক্কায় নয়নজুলিতে পড়ে যায় চারচাকার গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের। অন্যদিকে চারচাকার গাড়ির ভেতরে থাকায় চালকও গুরুতর আহত হন।
advertisement
advertisement
আরও পড়ুন-অক্টোবরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? বর্ষা বিদায় নিতেই বিরাট তাণ্ডব! এল আবহাওয়ার বড় আপডেট
পরবর্তীতে নকশালবাড়ি এবং পানিঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের উদ্ধার করে। আহতদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পলাতক চার চাকার চালক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 5:48 PM IST