Accident: পিষে দিল 'দানব' গাড়ি, একধাক্কায় সব শেষ...! রক্তে ভাসল রাস্তা, যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Accident: মোটরসাইকেল ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরসাইকেল চালকের। নকশালবাড়ির অদূরে কদমা মোড়ে ঘটনা।

"কন্টেইনার ট্রেলার ট্রাকের চালক ব্রেক ফেল করার পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি BMW এবং Mercedes-এর মতো বিলাসবহুল গাড়ি-সহ কমপক্ষে ২০টি গাড়িতে আঘাত করে, যার ফলে ১৯ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজন মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান," একজন কর্মকর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন।
"কন্টেইনার ট্রেলার ট্রাকের চালক ব্রেক ফেল করার পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি BMW এবং Mercedes-এর মতো বিলাসবহুল গাড়ি-সহ কমপক্ষে ২০টি গাড়িতে আঘাত করে, যার ফলে ১৯ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজন মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান," একজন কর্মকর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন।
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: মোটরসাইকেল ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরসাইকেল চালকের। নকশালবাড়ির অদূরে কদমা মোড়ে ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, পানিঘাটা থেকে একটি মোটরসাইকেলে ২জন নকশালবাড়িতে হয়ে ঘোষপুকুরে ফিরছিলেন। সেই সময় কদমা মোড়ে রাজ্য সড়কে একটি চারচাকার গাড়ির মুখোমুখি এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোটরসাইকেল চালক।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বৃহস্পতির দুরন্ত চালে কপাল পুড়বে ২ রাশির, কালীপুজোর আগেই ভয়ঙ্কর বিপদ, আর্থিক সঙ্কটে জীবন ছারখার
পরে মোটরসাইকেল ও চারচাকার মুখোমুখি ধাক্কায় নয়নজুলিতে পড়ে যায় চারচাকার গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের। অন্যদিকে চারচাকার গাড়ির ভেতরে থাকায় চালকও গুরুতর আহত হন।
advertisement
advertisement
আরও পড়ুন-অক্টোবরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? বর্ষা বিদায় নিতেই বিরাট তাণ্ডব! এল আবহাওয়ার বড় আপডেট
পরবর্তীতে নকশালবাড়ি এবং পানিঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের উদ্ধার করে। আহতদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পলাতক চার চাকার চালক।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: পিষে দিল 'দানব' গাড়ি, একধাক্কায় সব শেষ...! রক্তে ভাসল রাস্তা, যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোক-হাহাকার পরিবারে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement