#জলপাইগুড়ি: বাংলা নববর্ষে জোড়া ইলিশ ১০০ টাকায়! সীমান্তে দুই বাংলার মিলন মেলা জলপাইগুড়ি সীমান্তে মিলন মেলা মেলায় ১০০ টাকায় মিলছে ইলিশ কাঁটাতারের দুপাশ থেকে উপহার বিনিময় ৷ সব মিলিয়ে বিরল সম্প্রীতির নজির সৃষ্টি ৷
আরও পড়ুন : আসানসোলে দমকলকর্মীর সঙ্গে দম্পতির বচসায় এলাকা উত্তপ্ত
কাঁটাতারের বেড়া গ্রাস করেনি আবেগকে। তাই প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে মিলন উৎসবের আয়োজন। সীমান্তের ওপার থেকে উপহার হিসাবে উড়ে এলো পদ্মার ইলিশ।
আরও পড়ুন : ফের চালু হল দিল্লি-দুর্গাপুর বিমান পরিষেবা
রীতি মেনে নববর্ষে জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে উপচে পড়া ভিড়। ওপারের আত্মীয়কে একবার দেখতে এপারের বাসিন্দাদের আকুতি। সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে চলছে দুই বাঙলার মানুষের উপহার আদান প্রদান। উপহার হিসেবে ওপার থেকে যা আসছে, তা একথায় লোভনীয়।
মাত্র ১০০ টাকায় প্রায় কেজি খানেকের জোড়া ইলিশ। উপহার পেতে এপারের আত্মীয়দের সেকি হুড়োহিড়ি। আর পদ্মার ইলিশ হাতে পেয়ে জলপাইগুড়িবাসীর মুখে এক রাশ হাসি। এ যেন নববর্ষে পরম পাওয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Attachment, Bengali New Year, Hilsa Pair, Indo-Bangladesh