জোড়া ইলিশ মাত্র ১০০ টাকায় ! দুই বাংলা যেন মিলনমেলা

Last Updated:

বাংলা নববর্ষে জোড়া ইলিশ ১০০ টাকায়! সীমান্তে দুই বাংলার মিলন মেলা জলপাইগুড়ি সীমান্তে মিলন মেলা মেলায় ১০০ টাকায় মিলছে ইলিশ কাঁটাতারের দুপাশ থেকে উপহার বিনিময় ৷ সব মিলিয়ে বিরল সম্প্রীতির নজির সৃষ্টি ৷

#জলপাইগুড়ি: বাংলা নববর্ষে জোড়া ইলিশ ১০০ টাকায়! সীমান্তে দুই বাংলার মিলন মেলা জলপাইগুড়ি সীমান্তে মিলন মেলা মেলায় ১০০ টাকায় মিলছে ইলিশ কাঁটাতারের দুপাশ থেকে উপহার বিনিময় ৷ সব মিলিয়ে বিরল সম্প্রীতির নজির সৃষ্টি  ৷
advertisement
কাঁটাতারের বেড়া গ্রাস করেনি আবেগকে। তাই প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে মিলন উৎসবের আয়োজন। সীমান্তের ওপার থেকে উপহার হিসাবে উড়ে এলো পদ্মার ইলিশ।
advertisement
রীতি মেনে নববর্ষে জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে উপচে পড়া ভিড়। ওপারের আত্মীয়কে একবার দেখতে এপারের বাসিন্দাদের আকুতি। সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে চলছে দুই বাঙলার মানুষের উপহার আদান প্রদান। উপহার হিসেবে ওপার থেকে যা আসছে, তা একথায় লোভনীয়।
advertisement
মাত্র ১০০ টাকায় প্রায় কেজি খানেকের জোড়া ইলিশ। উপহার পেতে এপারের আত্মীয়দের সেকি হুড়োহিড়ি। আর পদ্মার ইলিশ হাতে পেয়ে জলপাইগুড়িবাসীর মুখে এক রাশ হাসি। এ যেন নববর্ষে পরম পাওয়া।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জোড়া ইলিশ মাত্র ১০০ টাকায় ! দুই বাংলা যেন মিলনমেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement