Puri Rath Yatra 2024: হুবহু যেন পুরীর রথ! রথ তৈরি করে চমকে দিলেন উত্তরবঙ্গের যুবক

Last Updated:

North Bengal news: শিলিগুড়িতে হুবহু পুরীর মতো রথ বানিয়ে তাক লাগালেন শিলিগুড়ির ৩৯ নং ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস হালদার। এই রথ শিলিগুড়ির বেশ কয়েকটি ওলিগলি ঘুরে পৌঁছবে মাসির বাড়ি।

+
ঠিক

ঠিক যেন পুরীর রথের মতো

শিলিগুড়ি: রাত পোহালেই রথযাত্রা। তার আগে রথের প্রস্তুতি চলছে জোর কদমে। ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হবে পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। শুধু তাই নয়, বিভিন্ন মন্দির এবং বনেদি বাড়িতেও ঘটা করে পালন করা হয় এই উৎসব।
advertisement
শিলিগুড়িতে হুবহু পুরীর মতো রথ বানিয়ে তাক লাগালেন শিলিগুড়ি ৩৯ নং ওয়ার্ডের বাসিন্দা দেবাশীষ হালদার। জানা গিয়েছে, এই রথ শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গা ঘুরে পৌঁছবে মাসির বাড়ী।
এই রথ তৈরির কারিগর দেবাশীষ হালদার বলেন, “লকডাউনে প্রথম বার রথ বানিয়েছিলাম। সেই রথ বার করার পরে নানা রকম সমস্যা দেখা যেত, বৃষ্টিতে ভিজে খারাপ হয়ে যেত। তবে প্রত্যেক বছরই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে বের করতাম রথ। তবে এবারে রথ বানানোর আগে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম পুরীর রথ, তার পর লেগে পড়লাম কাজে। সারাদিন কাজ করে রাত্রে যতটুকু সময় পাই সেই সময়টুকু কাজে লাগিয়ে ধীরে ধীরে তৈরি করি।” তিনি আরও বলেন, “এই রথ তৈরিতে আমার বন্ধু, আমার মেয়ে এবং মেয়ের একজন শিক্ষক আমার ভীষণ ভাবে সাহায্য করেছেন।”
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Puri Rath Yatra 2024: হুবহু যেন পুরীর রথ! রথ তৈরি করে চমকে দিলেন উত্তরবঙ্গের যুবক
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement