Bangla News: মুহূর্তে শেষ করে দিল সব! আচমকা লোকালয়ে ঢুকে ভয়ঙ্কর তাণ্ডব, তারপরই শুরু হল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Bangla News: এদিন কোচবিহারের শুকটাবাড়ির মোয়ামারি ভুল্লার বাজার সংলগ্ন লোকালয়ে এক বাইসন প্রবেশ করে। মুহুর্তে বাইসনটি এলাকার বহু চাষের ক্ষেত নষ্ট করতে শুরু করে।
কোচবিহার: বারবার লোকালয়ে বন্য জন্তুর হানা। রীতিমতো আতঙ্কে জেলার বাসিন্দারা। এদিন কোচবিহারের শুকটাবাড়ির মোয়ামারি ভুল্লার বাজার সংলগ্ন লোকালয়ে এক বাইসন প্রবেশ করে। মুহুর্তে বাইসনটি এলাকার বহু চাষের ক্ষেত নষ্ট করতে শুরু করে। কিছুদিন আগেও এই এলাকায় এক বাইসনের দাপটে আক্রান্ত হয়েছিলেন দু’জন ব্যক্তি। এবার আবার বাইসনের আক্রমণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, “এদিন সকাল নাগাদ এলাকায় একটি বাইসন প্রবেশ করে। বাইসনের দাপাদাপিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষের। মুহূর্তে এলাকার বেশ কিছু ভুট্টা ক্ষেত তছনছ করে দেয় বাইসনটি। বাইসনের হামলায় আক্রান্ত হন স্থানীয় এক ব্যক্তি আবু বক্কর সিদ্দিক। বাইসনের আক্রমনে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ব্যক্তি। এই ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ছুটে আসেন এলাকায়। বাইসনটিকে বাগে আনতে দেওয়া হয় ঘুম পাড়ানি গুলি। তারপর বাইসনটিকে বাগে আনা সম্ভব হয়।”
advertisement
advertisement
বন্যপ্রাণ উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, “এই সময় বাইসন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে খাবারের খোঁজে। তবে বন্য জন্তু দেখতে লোকালয়ের মানুষেরা ভিড় করার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।” বন দফতর সূত্র জানতে পারা গিয়েছে, “বাইসনটি নিকটবর্তী পাতলাখাওয়া জঙ্গল এলাকা থেকে আসতে পারে। ইতিমধ্যেই বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করে নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর বাইসনটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”
advertisement
তবে লোকালয়ে একের পর এক বন্য জন্তুর আগমনে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকেও স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বন্য জন্তুর কাছে না যেতে। এছাড়া লোকালয়ে বন্য জন্তুর আগমন রুখতে কড়া নজরদারি করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 5:35 PM IST