South Dinajpur News: আদালত চত্বরেই হাড়হিম কাণ্ড! বাথরুমের পিছনে গিয়ে যা করল এই ব্যক্তি..., ভয়ে আঁতকে উঠল সকলে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News : বালুরঘাট জেলা আদালত চত্বরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বিচারাধীন এক ব্যক্তি। বিচারাধীন অভিযুক্তের আদালতেই আত্মহত্যা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : কর্মব্যস্ত আদালত চত্বর। হঠাৎ সেখানেই হাড়হিম করা ঘটনা ঘটে গেল। বালুরঘাট জেলা আদালত চত্বরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বিচারাধীন এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বাপি সরকার (৪০) বাড়ি বালুরঘাট থানার হোসেনপুর এলাকায়। এদিন দুপুরে বালুরঘাট আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লাগোয়া বাথরুমের পেছনদিকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। বাথরুমের ঘুলঘুলির শিকের সঙ্গে নিজের গায়ের গেঞ্জি দিয়ে ফাঁস দেয় ওই ব্যক্তি।
advertisement
advertisement
এ বিষয়ে মৃত ওই ব্যক্তির আইনজীবী কৃষ্ণ দাস বলেন, ‘ওই ব্যক্তিকে দেখে উদভ্রান্তের মত মনে হয়েছিল। তাই তাঁকে বাড়ি চলে যেতে বলেছিলাম। কিন্তু বেশ কিছুক্ষণ পরেই ব্যক্তির ফাঁস দেওয়ার ঘটনা জানা যায়। ওই ব্যক্তি ডাকাতি, মাদকবিরোধী আইন-সহ বেশ কিছু কেসে অভিযুক্ত। বর্তমানে ওই ব্যক্তি জামিনে রয়েছেন। তবে এদিন তাঁর আদালতে কেসের ডেট ছিল না।’
advertisement
বিচারাধীন অভিযুক্তের আদালতেই আত্মহত্যা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে পুরো ঘটনার তদন্তে নেমেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 5:07 PM IST