Malda News: বন্যার জলে মাছ ধরতে গিয়ে বাড়ির সামনেই তলিয়ে মৃত্যু! সময়ে হয়নি উদ্ধার, অভিযোগ গ্রামবাসীদের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: মাছ ধরতে গিয়ে গ্রামে জমা বন্যার জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক ব্যক্তির।
মালদহ, জিএম মোমিন: মাছ ধরতে গিয়ে গ্রামে জমা বন্যার জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক ব্যক্তির। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের। সেখানেই মাছের খোঁজ করতে গিয়ে গতকাল সন্ধ্যা নাগাদ ডুবে যায় এক ব্যক্তি।
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম তরুণী মণ্ডল (৩৭) পেশায় একজন পরিযায়ী শ্রমিক। এলাকার বন্যা পরিস্থিতির জেরে ওই ব্যক্তির বাড়ি কার্যত ডুবেছে বন্যার জলে। সেই সময় মাছ ধরতে গিয়ে কোনওভাবে তলিয়ে যান ওই ব্যক্তি। ঘটনায় খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ প্রশাসনে। যদিও সময়ে আসেনি বিপর্যয় মোকাবিলা দফতর বা পুলিশ বলে অভিযোগ গ্রামবাসীদের। এরপর রাতভোর খোঁজাখুঁজির পর স্থানীয়রা নিজেরাই উদ্ধার করে দেহ।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারবার পুলিশ প্রশাসনকে ফোন করে। ফোন করা হয় বিডিওকে। রাতের অন্ধকারে যাতে উদ্ধারের কাজ হয়। এলাকার মানুষ নিজেরাই আলোরও ব্যবস্থা করেন। কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ডুবুরি আসেনি। গ্রামবাসীদের অভিযোগ, পরবর্তীতে আর ফোন ধরেননি বিডিও। এদিন সকালে দেহ ভেসে উঠলে এলাকার মানুষ নিজেরাই দেহ উদ্ধার করে।
advertisement
তারপর খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ নিতে আসলেই তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার-সহ গোটা গ্রামে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 11:17 PM IST