Maha Shivratri Accident: শিবরাত্রির আয়োজন বদলাল চরম শোকে! ধ্বজা লাগাতে গিয়ে...! যা ঘটল কোচবিহারে, চোখে জল আসবে

Last Updated:

Maha Shivratri Accident: মন্দিরের ওপরে থাকা বট গাছের ডালে দাঁড়িয়ে বাঁশের মাধ্যমে লাগানোর চেষ্টা করা হচ্ছিল ধ্বজাটি। তখনই ১১ হাজার ভোল্টের কারেন্টের তারের সংস্পর্শে আসে ধ্বজা লাগানোর বাঁশ।

মন্দির ও বট গাছ
মন্দির ও বট গাছ
কোচবিহার: শিব চতুর্দশীর দিন এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার বালাপাড়া এলাকার বাসিন্দারা। শিব চতুর্দশীর উপলক্ষ্যে বালাপাড়া এলাকায় এক শিব মন্দিরে শিবের আরাধনায় মেতে উঠেছিলেন এলাকাবাসীরা। সেই সময় শিবের মন্দিরের ওপরে ধ্বজা লাগাতে গিয়ে ঘটে যায় বিপত্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের ওপরে থাকা বট গাছের ডালে দাঁড়িয়ে বাঁশের মাধ্যমে লাগানোর চেষ্টা করা হচ্ছিল ধ্বজাটি। তখনই ১১ হাজার ভোল্টের কারেন্টের তারের সংস্পর্শে আসে ধ্বজা লাগানোর বাঁশ। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জনৈক ওই ব্যক্তির।
advertisement
advertisement
তড়িঘড়ি খবর দেওয়া হয় কোচবিহারের কোতোয়ালি থানা ও দমকল কেন্দ্রে। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও দমকল কেন্দ্রের কর্মীরা। বিদ্যুৎস্পৃষ্ট সেই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যাক্তিকে মৃত বলে জানিয়ে দেন। পুজোর কাজ করতে গিয়ে এরকম মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে রয়েছে।
advertisement
শিব চতুর্দশী উপলক্ষে এলাকা জুড়ে পুজোর আমেজ চলছিল। সেই আবহ পরিণত হয় শোকে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maha Shivratri Accident: শিবরাত্রির আয়োজন বদলাল চরম শোকে! ধ্বজা লাগাতে গিয়ে...! যা ঘটল কোচবিহারে, চোখে জল আসবে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement