North Dinajpur News: রায়গঞ্জ সংশোধনাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি! তদন্তে পুলিশ
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
North Dinajpur News: সংশোধনাগার থেকে পালিয়ে গেল যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক বন্দী। ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের। এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। রায়গঞ্জ থানাতেও দায়ের হয়েছে অভিযোগ।
উত্তর দিনাজপুর: সংশোধনাগার থেকে পালিয়ে গেল যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক বন্দী। ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের। এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। রায়গঞ্জ থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। সংশোধনাগার সূত্রের খবর, পলাতক ঐ বন্দির নাম প্রেমচাঁদ বর্মন। বাড়ি কোচবিহারের মাথাভাঙায়। বেশ কয়েকবছর আগে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় তার। দীর্ঘ সময় ছিলেন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে ভাল আচরণের জন্য চলতি বছর জানুয়ারিতে রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারে থাকার সুযোগ পায়।
আরও পড়ুনঃ জন্মাষ্টমী উপলক্ষে যা করলেন এই শিল্পী…! ধন্য ধন্য করছে কোচবিহারবাসী
মুক্ত সংশোধনাগারে সেইসব বন্দিরাই আসতে পারে, যাদের আচার ব্যবহার ভাল থাকে। এখানে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত হাতেগোনা কয়েকজন বন্দি তথা আবাসিকেরা থাকে সংশোধনাগারেরই একটি ভবনে। সকাল ৬টায় তারা সংশোধনাগার থেকে ছাড়া পান। এই সময়টা কেউ কোনও কাজ করতে পারে বা বাড়ি যেতে পারে। তবে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকারই নিয়ম এবং রাত ৮টায় তাদের ফের সংশোধনাগারে ফিরে আসার কথা। কিন্তু রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারের এই আবাসিক প্রেমচাঁদ শনিবার রাতে নির্ধারিত সময়ে আর ফিরে আসেনি। পরে আবাসিক সংখ্যা মেলাতে গিয়ে সংশোধনগার কর্তৃপক্ষ বুঝতে পারে উধাও হয়েছে ঐ আবাসিক। তার মোবাইলেও ফোন করে খোঁজ নেওয়া হয়। কিন্তু ফোন কেউ ধরেনি।
advertisement
advertisement
শেষপর্যন্ত ওই রাতেই শুরু হয় খোঁজখবর। রায়গঞ্জে বাইপাসের ধার থেকে তার মোবাইল ফোনটি উদ্ধার হয়। এরপর বন্দি পালানোর বিষয়টি রায়গঞ্জ থানাতেও অভিযোগ জানানো হয়, বলে জানিয়েছেন রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারের অ্যাসিস্ট্যান্ট জেলার শশাঙ্ক শেখর মণ্ডল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ সংশোধনাগারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 25, 2024 1:07 PM IST








