মালদহে গুলিবিদ্ধ কলেজ ছাত্র, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দাদা
Last Updated:
মালদহের নবাবগঞ্জ বাঁশহাটির এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
#মালদহ: বাড়িতে ঢুকে দশম শ্রেণীর ছাত্রের মাথায় বন্দুক ধরল দুষ্কৃতী। ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ কলেজ ছাত্র দাদা। প্রতিবেশীদের তৎপরতায় ধৃত দুষ্কৃতী। মালদহের নবাবগঞ্জ বাঁশহাটির এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
মালদহের বালিয়ার নবাবগঞ্জ বাঁশহাটি। এখানেই পরিবারের সঙ্গে থাকেন গৌড় কলেজের প্রথম বর্ষের ছাত্র ভাস্কর বিশ্বাস। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে এক দুষ্কৃতী।
বৃহস্পতিবার রাতে বাড়িতে একা ছিল ভাস্করের ভাই শুভাশিস। সে সময় বন্দুক নিয়ে বাড়িতে হানা দেয় সনাতন হালদার নামে এক দুষ্কৃতী। দরজা খুলতেই শুভাশিসের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ঘরের ভিতর নিয়ে যায় সনাতন। আলমারি থেকে টাকা বের করে দিতে চাপ দেয় সে। হঠাৎই বাড়ি ফিরে আসে ভাস্কর। তখনই তাঁকে গুলি করে সনাতন। গুলির শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। সনাতনকে ধরে ফেলেন তারা। বন্দুক-সহ সনাতন হলদারকে গ্রেফতার করেছে মালদহ থানার পুলিশ।
advertisement
advertisement
গলায় গুলিবিদ্ধ অবস্থায় ভাস্করকে মালদহ মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। শনিবার তাঁকে বাড়িতে নিয়ে আসে পরিবার। দুষ্কৃতী হামলার জেরে আতঙ্কে রয়েছেন নবাবগঞ্জ বাঁশহাটির বাসিন্দারা।
এলাকাবাসীদের একাংশের দাবি ডাকাতির উদ্দেশ্যেই ভাস্কর বিশ্বাসের বাড়িতে হানা দেয় সনাতন হালদার। তবে ঠিক কী উদ্দেশ্যে হামলা, পরিকল্পণাই বা কী ছিল জানতে সনাতনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মালদহ থানার পুলিশ।
advertisement
আরও দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2019 10:01 PM IST