ভয় দেখিয়ে ৮ বছরের শিশুকন্যার উপর 'অত্যাচার'! পালিয়েও লাভ হল না, অভিযুক্তকে ধরে ফেলল পুলিশ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Physical Assault: রবিবার সকালে ওই যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। রবিবার সারাদিন ও রাত পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালায়। অবশেষে সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ ৮ বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ। ৩২ বছরের এক যুবককে গ্রেফতার করল মেটেলি থানার পুলিশ। রবিবার সকালে পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেও অভিযুক্তের লাভ হল না। গতকাল দিনভর তাঁর খোঁজে তল্লাশি চালানো হয়। সোমবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক শিশুকন্যাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। নির্যাতিতা ওই শিশুকন্যা তাঁর পরিবারকে পুরো বিষয় জানায়। মেয়ের থেকে সবকিছু জানার পর শনিবার রাতে ওই শিশুর পরিবার পুলিশের দ্বারস্থ হয়। নির্যাতিতা শিশুর পরিবারের তরফ থেকে ওই যুবকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুনঃ তাঁতির ঘরের শিল্পী ছেলে! সামন্তর তৈরি মূর্তির দুবাই-আমেরিকা পাড়ি, বিশ্বমঞ্চে পৌঁছচ্ছে বাংলার ঐতিহ্যবাহী শিল্প
অভিযোগ আসার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এদিকে রবিবার সকালে ওই যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। রবিবার সারাদিন ও রাত পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালায়। অবশেষে সোমবার সকালে ওই যুবককে গ্রেফতার করে মেটেলি থানার পুলিশ।
advertisement
advertisement
মেটেলি থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 6:56 PM IST