Child Murder: গনপিটুনিতে মৃত্যু ১ অভিযুক্তের, গ্রেফতার আরও এক! ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনে উত্তাল ফালাকাটা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Child Murder: ফালাকাটায় নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে অন্য আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
ফালাকাটা: ৬ বছরের নাবালিকাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে খুনের অভিযোগ। শুক্রবার থেকেই নৃশংস কাণ্ডের জেরে উত্তপ্ত ফালাকাটা। গতকালই গনপিটুনিতে মৃত্যু হয় অভিযুক্তের। ফালাকাটায় নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে অন্য আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফালাকাটার খগেনহাট এলাকায়। গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ করেন স্থানীয়রা।
আরও পড়ুন: দীপাবলির পর কী করেন এত প্রদীপ? ফেলে দেন? বড় ভুল! এই ৫ ভাবে কাজে লাগান, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে
advertisement
advertisement
অভিযোগ ৬ বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে অভিযুক্ত। সূত্রের খবর অনুযায়ী, ধর্ষণের পর নাবালিকাকে খুন করে তার দেহ পুকুরে ফেলে দেয় অভিযুক্ত। অভিযুক্তের বাড়ি মৃতা নাবালিকার বাড়ির পাশেই। এবার এই ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক পুলিশের। গোটা এলাকা থমথমে। নাবালিকার মৃত্যুতে শোক ও ক্ষোভ এলাকাজুড়ে।
advertisement
অন্যদিকে, ৫০০, ১০০০ টাকার জন্য শিলিগুড়িতে খুন হলেন এক ব্যক্তি। জানা যায়, এক ব্যক্তির কাছে ৫০০, ১০০০ টাকা দাবি করা হয়েছিল। সেই দাবি মতো টাকা না দেওয়ায় ব্যক্তিকে খুন করা হয়! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের রাজাহলিতে। নিহতের নাম মহম্মদ জহুরি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 10:37 AM IST