#শিলিগুড়ি: লোকসভা ভোটের মুখে উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গে ৷ প্রথম এবং দ্বিতীয় দফা ভোটের আগে উত্তরবঙ্গ থেকে প্রায় ৮০ লাখ টাকা কালো টাকা উদ্ধার করল আয়কর দফতর ৷
শুক্রবার শিলিগুড়ির এক বিল্ডার্সের কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ যার কোনও যথাযথ হিসেব নেই ৷ এর আগে বালুরঘাট থেকে উদ্ধার হয়েছিল ২৩ লাখ ৮০ হাজার পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে ৷
এই প্রসঙ্গে আয়কর দফতরের পশ্চিমবঙ্গ এবং সিকিমের প্রিন্সিপাল ডিরেক্টর আশীষ ভার্মা জানান, গোটা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বেহিসেবী কালো টাকা ও সোনার গয়না মিলিয়ে ৩২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আয়কর দফতরের আধিকারিকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Black money