ডেঙ্গিতে মৃত সাড়ে তিন বছরের শিশু! শহরজুড়ে অভিযোগ বেহাল নিকাশী ব্যবস্থার
- Published by:Aryama Das
Last Updated:
Dengue Update : শহরজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
#শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু। এইবার মৃত্যু বয়েছে সাড়ে ৩ বছরের এক শিশুপুত্রর। শিলিগুড়ি জেলা হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। গতকালই সন্ধ্যায় জ্বর নিয়ে ভর্তি করা হয় শিশুকে। আজ ভোরে মৃত্যু হয় শিশুর।
ডেঙ্গিতেই মৃত্যু বলে জানান হাসপাতাল সুপার চন্দন ঘোষ। তিনি বলেন, সংকটজনক অবস্থায় শিশুকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা চেষ্টাও করেন। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। শিলিগুড়িতে গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হল। যদি স্বাস্থ্য দফতরের দাবী, ২ জনের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত শিশুর বাড়ির চারপাশে আবর্জনার পাহাড়। বেহাল নিকাশী ব্যবস্থাও। মৃতের মাসি রীতা রায়ের দাবী, 'পুরসভা নিয়মিত এলাকা পরিষ্কার করে না। মশার দাপটে এলাকায় টেকা দায়। দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে সংক্রমণ আরো বাড়বে।'

advertisement
অন্যদিকে ডেঙ্গি মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ পুরসভা। শহরজুড়ে জঞ্জালের স্তূপ। মশার দাপট বাড়ছে। আর মেয়র, ডেপুটি মেয়র ব্যস্ত পুজার কার্ণিভালের প্রস্তুতি নিয়ে। গণেশ পুজোর ফিতে কাটতে ব্যস্ত। নিয়মিত রাস্তাঘাট পরিষ্কার হয় না। ব্লিচিং পাউডার ছড়ানো হয় না। বেহাল দশা নিকাশী নালার।
advertisement
শহরজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পুরসভা দ্রুত উদ্যোগী না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সিপিএমের। আজ পুরসভার ২ নং বরো ঘেরাও করে তারা। বুরো অফিসের সামনে মশার হাত থেকে বাঁচতে মশারি টাঙিয়ে অভিনব প্রতিবাদ করে তারা।
সিপিএম নেতা সৌরভ সরকার বলেন, এর আগে দুটো বুরো অফিস ঘেরাও করা হয়। তবুও টনক নড়ছে না তৃণমূল পরিচালিত পুরসভার। সিপিআই নেতা পার্থ মৈত্র বলেন, 'পুরসভার উদাসীনতায় আজ ডেঙ্গির এই বাড়বাড়ন্ত।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 8:39 PM IST