South Dinajpur News: কেউ কথা বলতে পারছে না, কেউ ভুল বকছে! হোটেলের খাবার খেয়ে একী হল? জানুন

Last Updated:

South Dinajpur News: হোটেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২৫ জন! এর মধ্যে রয়েছেন পুলিশ-কর্মীরাও! ভয়াবহ কাণ্ড! জানুন

হোটেলের খাবার খেয়ে অসুস্থ
হোটেলের খাবার খেয়ে অসুস্থ
দক্ষিণ দিনাজপুর : কুমারগঞ্জ থানার পাশের একটি হোটেলের খাবার খেয়ে পুলিশ কর্মী সহ অসুস্থ প্রায় ২৫ জন। হোটেলের খাবার খাওয়ার পরেই কেউ ভুলভাল বকছে, আবার কেউ কথা বলতে গিয়েও বলতে পারছেন না। ইতিমধ্যে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি আট জন। বাকি আরও কয়েকজন কুমারগঞ্জে ভর্তি। তবে বেশকিছু মানুষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মী, শিশু ও মহিলাও রয়েছে।
জানা গেছে, কুমারগঞ্জ থানা চত্বরের ওই হোটেলটি থেকে প্রায় প্রতিদিনই পুলিশকর্মীরা খাওয়া দাওয়া করেন। এদিন দুপুরেও অন্যান্যদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশকর্মী ওই হোটেল থেকে খাবার খান। কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
advertisement
এএসআই শ্রীমন্ত কুমার রায় এমনকি হোটেলের মালিকও ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্ভবত হোটেলের রান্না করা ডালেই কিছু ছিল বলে অনুমান। এদিকে বালুরঘাট হাসপাতালে ওই খবর পেয়ে ছুটে আসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ অন্যান্যরা। অন্যদিকে কুমারগঞ্জেও ব্লক স্বাস্থ্য দফতরের তরফে বিষয়টি নজর রাখা হচ্ছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: কেউ কথা বলতে পারছে না, কেউ ভুল বকছে! হোটেলের খাবার খেয়ে একী হল? জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement