ফের বিমল শিবিরে ভাঙন, বিনয় তামাংকে সমর্থন ২২ কাউন্সিলরের

Last Updated:

ফের বিমল শিবিরে ভাঙন ৷ বিনয় তামাংকে সমর্থন ২২ কাউন্সিলরের ৷ দার্জিলিং পুরসভার ২২ কাউন্সিলরের সমর্থন৷ পুরসভার কাউন্সিলরের সংখ্যা ৩২ জন৷

#দার্জিলিং: ফের বিমল শিবিরে ভাঙন ৷ বিনয় তামাংকে সমর্থন ২২ কাউন্সিলরের ৷ দার্জিলিং পুরসভার ২২ কাউন্সিলরের সমর্থন৷ পুরসভার কাউন্সিলরের সংখ্যা ৩২ জন৷
বৃত্ত সম্পূর্ণ হল পাহাড়ে। পালাবদল ঘটে গেল মোর্চা নেতৃত্বে। বিনয় তামাঙের নামে সিলমোহর পড়ে গেল আজ। দলের ১১ তম প্রতিষ্ঠাদিবসে কালিম্পঙের ডাম্বারচকে মোর্চার পার্টি অফিসের দখল নেন বিনয়পন্থী মোর্চা সমর্থকরা। দেওয়ালে টাঙানো বিমল গুরুঙের ছবি সরিয়ে দেওয়া হয়। ঠিক একসময় সুবাস ঘিসিংকে যেমন গুরুত্বহীন করে দিয়েছিলেন গুরুং।
সুবাস ঘিসিংয়ের গাড়িচালক থেকে গোর্খা জনমুক্তি মোর্চার স্টিয়ারিং। দশ বছর আগে, ২০০৭ সালের এই দিনেই পাহাড়ে সুবাস ঘিসিংয়ের জিএনএলএফ-কে মুছে দিয়ে বিমল গুরুঙের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। তারপর, জিটিএ থেকে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন। রাশ ছিল বিমল গুরুঙের হাতেই। তাঁর তেজে পাহাড় ছাড়তে হয়েছিল একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা সুবাস ঘিসিংকেও। প্রিয় দার্জিলিঙে আর ওঠা হয়নি সুবাসের। সেই পাহাড়েই আরও একটি বৃত্ত সম্পূর্ণ হল।
advertisement
advertisement
পাহাড়ে অদৃশ্য দেওয়াল লিখন পড়াই যাচ্ছিল। বিনয় তামাংই মোর্চার নেতা। শনিবার তাতেই সিলমোহর পড়ল। শনিবার, দলের এগারো তম প্রতিষ্ঠা দিবসে, কালিম্পঙের ডাম্বারচকের পার্টি অফিসে ঢোকেন মোর্চা কর্মী-সমর্থকরা। সরিয়ে দেওয়া হয় বিমল গুরুঙের ছবি।
ছবি সরিয়ে দিয়ে আত্মগোপন করে থাকা বিমল গুরুংকে ঘুরিয়ে বার্তা দিয়েছে মোর্চা। আর তা নিয়ে কৌশলী পদক্ষেপ বিনয়ের। বিমল গুরুং থেকে বিনয় তামাং। কোন সমীকরণে বদলে গেল পাহাড়ের নেতা?
advertisement
বিমলের জায়গায় বিনয়
- পাহাড়ে টানা ১০৪ দিনের বনধ
- অথচ দেখা মেলেনি নেতা বিমল গুরুঙের
- মামলার খাঁড়া ঝুলছে দেখে বেপাত্তা হয়ে যান বিমল
- পাহাড়বাসী তীব্র অসুবিধায় পড়লেও কোনও বার্তা দেননি গুরুং
- উলটে গোপন স্থান থেকে বন্্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে গেছেন
- পরিস্থিতির গুরুত্ব বুঝে এগিয়ে আসেন বিনয় তামাং
advertisement
- নানাভাবে পাশে দাঁড়িয়ে পাহাড়বাসীর বড় অংশের সমর্থন আদায় করে নেন তিনি
মোর্চার প্রতিষ্ঠাতা সদস্য। বিমল গুরুঙের খুবই কাছের লোক বলেই পরিচিত ছিলেন বিনয় তামাং। ঠিক যেমন সুবাস ঘিসিংয়ের প্রিয়পাত্র ছিলেন বিমল। আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হাতে না পেলেও, দলের লাগাম যে এখন তাঁর হাতেই তা বিলক্ষণ বুঝেছেন বিনয়। তাই জমানা বদলের সঙ্গে সঙ্গে দলের কৌশল পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন মোর্চার মিস্টার কুল।
advertisement
গোর্খাল্যান্ড নিয়ে কেন্দ্রের ওপরেই চাপ বাড়াচ্ছেন বিনয়। শীতকালীন অধিবেশনেই গোর্খাল্যান্ড বিল পেশের দাবি তুলেছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের বিমল শিবিরে ভাঙন, বিনয় তামাংকে সমর্থন ২২ কাউন্সিলরের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement