150 Feet National Flag: পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্কের উপর উড়বে ১৫০ ফুটের তেরঙ্গা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
150 Feet National Flag: বাংলাদেশের মুক্তি যুদ্ধে সামিল ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল এই পাকিস্তানি ট্যাঙ্কটি। যা যুদ্ধ জয়ের প্রতীক হিসেবে বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যায় ভারতীয় সেনা
দক্ষিণ দিনাজপুর: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়ের প্রতীক হিসেবে রাখা ছিল যুদ্ধ ট্যাঙ্কটি। সেটাই এবার নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে সাজিয়ে তুলল বালুরঘাট পুরসভা। এই ঐতিহাসিক ট্যাঙ্কের উপর উড়বে ১৫০ ফুট উচ্চতার জাতীয় পতাকা।
সংস্কারের পর মুক্তিযুদ্ধের সাক্ষ্য বহনকারী এই ট্যাঙ্কে ভার্টিক্যাল গার্ডেন, গার্ড ওয়াল, অত্যাধুনিক আলো, সাউন্ড সিস্টেম সহ একাধিক ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, বালুরঘাট শহরে ঢুকতেই রঘুনাথপুর এলাকায় প্রথমেই চোখে পড়বে এই যুদ্ধ ট্যাঙ্কটি। যা দেখে মডেল মনে হলেও একটু নজর দিলেই বোঝা যাবে সেটি আদতে যুদ্ধের সত্যিকারের ট্যাঙ্ক। বাংলাদেশের মুক্তি যুদ্ধে সামিল ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল এই পাকিস্তানি ট্যাঙ্কটি। যা যুদ্ধ জয়ের প্রতীক হিসেবে বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যায় ভারতীয় সেনা।
advertisement
advertisement
পরবর্তীতে ওই ট্যাঙ্কটি বালুরঘাটের প্রবেশ দ্বার অর্থাৎ রঘুনাথপুরে রাখা হয়। এই বিষয়ে বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র জানান, বালুরঘাটের ঐতিহ্যকে জনসমক্ষে তুলে ধরতে ট্যাঙ্কটিকে উঁচু জায়গায় বসানো হয়েছে। প্রতিদিন জাতীয় পতাকার সঙ্গে দেশাত্মবোধক গান বাজানো হবে। এর ফলে শোভা বৃদ্ধি পাবে। শহরের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে এই জায়গাটি গড়ে তোলা হয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 4:49 PM IST