Alipurduar Electrocution: পায়ে এসে পড়ল বাজ... তারপর আর জানি না! কালবৈশাখীর দাপটে এক নিমেষে সব তছনছ, জখম ১৫ জন

Last Updated:

Alipurduar Electrocution: হাসপাতালে চিকিৎসাধীন দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। শনিবার দুপুরে ডুয়ার্সে বজ্রপাত-সহ মুষলধারে বৃষ্টি হয়। সেসময় চুয়াপাড়া চা বাগানে পাতা তুলছিলেন শ্রমিকরা।

হাসপাতালে আহতরা 
হাসপাতালে আহতরা 
আলিপুরদুয়ার: দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লক। বজ্রপাতের কারণে আহত ১৫ জন। বর্তমানে সকলেই লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ১৫ জন চা শ্রমিকের মধ্যে ৯ জন মহিলা শ্রমিক বলে জানা যায়।
হাসপাতালে চিকিৎসাধীন দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।শনিবার দুপুরে ডুয়ার্সে বজ্রপাত-সহ মুষলধারে বৃষ্টি হয়। সেসময় চুয়াপাড়া চা বাগানে পাতা তুলছিলেন শ্রমিকরা। তাঁদের সামনেই বজ্রপাত হয়।যার ফলে ১৫ জন আহত হন।
advertisement
advertisement
এঁদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চা বাগানের হাসপাতাল থেকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। ৯ জন মহিলা শ্রমিকের মধ্যে দু’জন মহিলা শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গাছ পড়েছে যাতায়াতের সড়কে। বর্তমানে সেগুলি ঠিক করার কাজ চলছে। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে আসেন কালচিনি ব্লকের তৃণমূল সভাপতি অসীম লামা। চুয়াপাড়া চা বাগানের শ্রমিক যোগিতা লোহার জানান, ”বাগানে পাতা তোলা হয়ে গিয়েছে, খেতে যাব, এমন সময় দেখলাম বিশাল বজ্রপাত। আমার পায়ে এসে লাগল। অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar Electrocution: পায়ে এসে পড়ল বাজ... তারপর আর জানি না! কালবৈশাখীর দাপটে এক নিমেষে সব তছনছ, জখম ১৫ জন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement