North 24 Parganas News- স্ত্রীর সাথে সম্পর্ক রয়েছে বন্ধুর, সন্দেহের বসেই বন্ধুকে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
সন্দেহের বসেই বন্ধুকে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে
#উত্তর ২৪ পরগনা: স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্ক ? সন্দেহের বসে বন্ধুকে খুন করল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার খার্দ্দ কুলবেরিয়া পারুইপারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার বাসিন্দা ৩৭ বছরের আনন্দ ঘোষ সকাল আটটা নাগাদ পাড়ার মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। সে সময় তার বন্ধু বাসুদেব ঘোষ এসে আনন্দকে উদ্দেশ্য করে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। বচসা চরমে পৌঁছতেই হঠাৎ করে আনন্দ ঘোষের মাথায় কুড়ুলের কোপ মারে বাসুদেব ঘোষ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আনন্দ ঘোষ। তাকে প্রাথমিকভাবে বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে, সেখান থেকে স্থানান্তর করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
আনন্দ ঘোষকে কুড়ুলের কোপ মেরেও ক্ষান্ত হয়নি বাসুদেব। নিজের বাড়িতে গিয়েও স্ত্রী কাকলি ঘোষকে কুড়ুল নিয়ে তাড়া করে। স্বামীর আক্রমণে আহত হন কাকলি ঘোষ। তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বাসুদেব ঘোষকে গ্রেফতার করেছে। সূত্র মারফত জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়েছিল। স্বামী বেশ কিছুদিন ধরেই স্ত্রী কে সন্দেহ করতে থাকে। নানা বিষয়ে একে অপরের সঙ্গে ঝগড়া আর পাশাপাশি সম্পর্কেও ঘটে অবনতি। তবে নিতান্তই সন্দেহের বসে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।
view commentsLocation :
First Published :
March 17, 2022 10:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- স্ত্রীর সাথে সম্পর্ক রয়েছে বন্ধুর, সন্দেহের বসেই বন্ধুকে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে