North 24 Parganas News- বিধায়কের আরোগ্য কামনায় নির্দল কাউন্সিলরের মহাযজ্ঞ 

Last Updated:

সুস্থ হয়ে উঠুন মদন মিত্র, বিধায়কের আরোগ্য কামনায় নির্দল কাউন্সিলরের মহাযজ্ঞ 

+
বিধায়কের

বিধায়কের আরোগ্য কামনায় মহাযজ্ঞ 

#উত্তর ২৪ পরগনা: কামারহাটির বিধায়ক মদন মিত্রের আরোগ্য কামনায় বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ অনুষ্ঠিত হল। ভোকাল কর্ডের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিধায়ক মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসকদের পক্ষ থেকে। প্রিয় বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করে, এদিনই বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরে কামারহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী নিজে পৌরোহিত্য করলেন মহাযজ্ঞের। এই অনুষ্ঠানের ছিল এলাহি আয়োজন। ফুল মিষ্টির পাশাপাশি রীতিমতো ঘি এর মাধ্যমে চলে যজ্ঞ অনুষ্ঠান। এলাকার প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরে এদিনের অনুষ্ঠান দেখতে ভিড় জমান স্থানীয় এলাকার মানুষজন। সোমনাথ রায় চৌধুরী এছাড়াও মন্দিরের সেবায়েত রাও এদিনের পূজার্চনায় অংশগ্রহণ করেন। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়েছেন মদন মিত্র। এলাকায় সামাজিক কাজকর্মের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন এই হেভিওয়েট নেতা। কিন্তু বেশ কয়েক দিন ধরেই গলার সমস্যা দেখা দিয়েছিল তার। চিকিৎসার প্রয়োজনে এই হাসপাতালে ভর্তি হন তিনি। অসুস্থতা গুরুতর বুঝেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন সার্জারির। বিধায়ক হাসপাতালে ভর্তি হওয়ায় রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকার দলীয় সমর্থকরা। তার আরোগ্য কামনায় দলীয় সমর্থকদের পাশাপাশি বাদ যাননি সদ্য নির্বাচিত হওয়া এই নির্দল কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরীও। তিনি জানান, কামারহাটির কাছের মানুষ বিধায়ক মদন মিত্র। তাই তার দ্রুত আরোগ্য কামনায় এই যজ্ঞ ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- বিধায়কের আরোগ্য কামনায় নির্দল কাউন্সিলরের মহাযজ্ঞ 
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement