North 24 Parganas: অবিলম্বে মাটির গাড়ি চালানোর দাবিতে পথে শ্রমিকরা 

Last Updated:

প্রশাসনিক নির্দেশে বেজায় সমস্যায়, ক্ষতি হচ্ছে ইটভাটা শিল্পে, অবিলম্বে মাটির গাড়ি চালানোর দাবি

+
মাটির

মাটির গাড়ি চালানোর দাবিতে বিক্ষোভ

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: ইটভাটাগুলোতে মাটির গাড়ি ঢুকছে না। মাটির গাড়ি বন্ধের কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে। এলাকার প্রায় সাতটি ইটভাটার শতাধিক ইট শ্রমিকদের রুজি রোজগার বন্ধের মুখে। অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, মাটির গাড়ি চালানোর দাবিতে চার ঘন্টা পথ অবরোধ বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানশিলায়। এদিন সকাল বেলায় এই এলাকার চারটে ইটভাটার শ্রমিকসহ মালিক এবং মাটির ব্যবসায়ীদের অবরোধের জেরে দীর্ঘসময় যানজটের সৃষ্টি হয়। দত্তপুকুর নতুন রাস্তা থেকে গোলাবাড়ি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তার মধ্যস্থানে রয়েছে এই পানশিলা। এখানেই চার ঘন্টা অবস্থান-বিক্ষোভ করেন এলাকার মানুষেরা। তাদের দাবি অবিলম্বে মাটির গাড়ি চালাতে দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা। অবরোধের কারণে যানজটে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েন পথচারীরা। ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানা পুলিশ । পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে মিলেছে আশ্বাস। আশ্বাস মিলতেই উঠে যায় পথ অবরোধ। কিছুক্ষণ পর থেকেই স্বাভাবিক হয় পরিস্থিতি।প্রায় দুমাস আগে প্রশাসনের উদ্যোগে যে মাটির গাড়ি বন্ধ হয়েছিল এই দত্তপুকুর সহ বারাসাত এক নম্বর ব্লক জুড়ে , এই বিক্ষোভের জেরে প্রশাসন কী আবার মাটির গাড়ি চালানোর পারমিসন দেবে? ঠিক কোন পথে এগোবে প্রশাসন এখন সেটাই দেখার বিষয়। তবে ইটভাটার প্রয়োজনীয় মাটি কিভাবে আসবে সে দিকটিও প্রশাসনের দেখা উচিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। নিয়ম মেনে কি করে তা সম্ভব সে বিষয়ে চিন্তা ভাবনা শুরু করছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: অবিলম্বে মাটির গাড়ি চালানোর দাবিতে পথে শ্রমিকরা 
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement