West Bengal Municipal Elections 2022: সৌজন্যের রাজনীতি, ভোটকেন্দ্রে আড্ডায় তিন দলের প্রার্থী

Last Updated:

আবারও সৌজন্যের রাজনীতি দেখল গোবরডাঙ্গা, ভোটকেন্দ্রে তিন দলের প্রার্থীকে দেখা গেল একসঙ্গে আড্ডা দিতে

+
ভোটগ্রহণ

ভোটগ্রহণ কেন্দ্রের খোশ মেজাজে তিন দলের প্রার্থী

রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে একের পর এক উত্তেজনা ছবি ধরা পরেছে। শাসক-বিরোধী একে অপরের উপর চলেছে দোষারোপের পালা। প্রচারের সময় দেখা যায় একে অপরের বিরুদ্ধে সূর্য রাতে কিন্তু ভোটের দিন এরকম দৃশ্য আগে দেখেনি ওয়ার্ডের বাসিন্দারা। যেখানে উত্তেজিত রাজনৈতিক দলগুলিকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে রাজ্য পুলিশকে। কিন্তু তারই মধ্যে এক অন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। ফের সৌজন্যের ছবি ভোটগ্রহণ কেন্দ্রে। যা এযাবৎ কালে রাজনৈতিক দলগুলির মধ্যে বিরলতম। শাসক-বিরোধী একজোটে আড্ডায় গোবরডাঙ্গা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। গোবরডাঙ্গা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তিন দলের প্রার্থীরাত যেন এদিন ছিলেন অন্য মুডে। এদিন ভোটগ্রহণ কেন্দ্রের দেখা যায় তৃণমূল বিজেপি ও সিপিআইএমের প্রার্থীরা একই সঙ্গে বসে সময় কাটাচ্ছেন। একে অপরের মধ্যে গল্পচ্ছলে চলছে হাসি আড্ডা। ভোট লড়াইকে একদিকে রেখে বন্ধুত্বতেই বেশি জোর দিচ্ছেন এই ওয়ার্ডের প্রার্থীরা। যেখানে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সন্ত্রাসের খবর, সেখানে এ এক সৌজন্যের অন্যরকম ছবি। গোবরডাঙ্গা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে খাটুরা হাইস্কুলে এদিন দেখাযায় এই চিত্র। একই সাথে বসে আড্ডা দিচ্ছেন তৃণমূল-বিজেপি ও সিপিআইএমের প্রার্থী। ভোট দিতে গিয়ে এই দৃশ্য দেখে খুশি ওই ওয়ার্ডের বাসিন্দারাও। রাজ্যবাসী সাধারণ মানুষ এই ছবিই দেখতে চায়। লড়াই হোক ভোট বাক্সে। ভোট নিয়ে একে অপরের মধ্যে বন্ধ হোক হিংসা, ভোট হয়ে উঠুক গণতন্ত্রের উৎসব।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
West Bengal Municipal Elections 2022: সৌজন্যের রাজনীতি, ভোটকেন্দ্রে আড্ডায় তিন দলের প্রার্থী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement