রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে একের পর এক উত্তেজনা ছবি ধরা পরেছে। শাসক-বিরোধী একে অপরের উপর চলেছে দোষারোপের পালা। প্রচারের সময় দেখা যায় একে অপরের বিরুদ্ধে সূর্য রাতে কিন্তু ভোটের দিন এরকম দৃশ্য আগে দেখেনি ওয়ার্ডের বাসিন্দারা। যেখানে উত্তেজিত রাজনৈতিক দলগুলিকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে রাজ্য পুলিশকে। কিন্তু তারই মধ্যে এক অন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। ফের সৌজন্যের ছবি ভোটগ্রহণ কেন্দ্রে। যা এযাবৎ কালে রাজনৈতিক দলগুলির মধ্যে বিরলতম। শাসক-বিরোধী একজোটে আড্ডায় গোবরডাঙ্গা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। গোবরডাঙ্গা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তিন দলের প্রার্থীরাত যেন এদিন ছিলেন অন্য মুডে। এদিন ভোটগ্রহণ কেন্দ্রের দেখা যায় তৃণমূল বিজেপি ও সিপিআইএমের প্রার্থীরা একই সঙ্গে বসে সময় কাটাচ্ছেন। একে অপরের মধ্যে গল্পচ্ছলে চলছে হাসি আড্ডা। ভোট লড়াইকে একদিকে রেখে বন্ধুত্বতেই বেশি জোর দিচ্ছেন এই ওয়ার্ডের প্রার্থীরা। যেখানে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সন্ত্রাসের খবর, সেখানে এ এক সৌজন্যের অন্যরকম ছবি। গোবরডাঙ্গা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে খাটুরা হাইস্কুলে এদিন দেখাযায় এই চিত্র। একই সাথে বসে আড্ডা দিচ্ছেন তৃণমূল-বিজেপি ও সিপিআইএমের প্রার্থী। ভোট দিতে গিয়ে এই দৃশ্য দেখে খুশি ওই ওয়ার্ডের বাসিন্দারাও। রাজ্যবাসী সাধারণ মানুষ এই ছবিই দেখতে চায়। লড়াই হোক ভোট বাক্সে। ভোট নিয়ে একে অপরের মধ্যে বন্ধ হোক হিংসা, ভোট হয়ে উঠুক গণতন্ত্রের উৎসব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।