Viral News | Viral Video: ঘরের মেঝেতে হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠছে আগুন! অবিশ্বাস্য ঘটনা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Viral News | Viral Video: কেন ঘটছে এমন? জানলে অবাক হবেন
উত্তর ২৪ পরগনা: হঠাৎ-ই তীব্র গন্ধে ভাঙল গৃহকর্তার ঘুম। আর তারপরই উৎস সন্ধানে খুঁজে রীতিমতো চক্ষু চড়ক গাছ ভাটপাড়ার বাসিন্দা বাবলু মুখার্জির। পরীক্ষা করতে ঘরের মেঝেতে দেশলাই ধরতেই জ্বলে উঠল আগুন। যে আগুন প্রায় ঘণ্টা দুয়েক জ্বলার পরেও নিভছে না দেখে অবশেষে বালি দিয়ে নেভান বাবলু মুখার্জি। আর এই ঘটনা জানার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। কি কারণে জ্বলছে এভাবে আগুন তা বুঝে উঠতে পারছেন না কেউই। অবিশ্বাস্য এই ঘটনা, না দেখলে বিশ্বাস হবে না কারোরই। ভুতুড়ে এই ঘটনার জেরে আতঙ্কের প্রহর কাটলেন ভাটপাড়া পুরসভার অবন্তিপুর শালবাগান এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শালবাগান এলাকার বাসিন্দা বাবলু মুখার্জির বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় তীব্র গন্ধে ঘুম ভেঙে যায়। এরপরই উৎস সন্ধানে ঘরের বিভিন্ন আনাচে-কানাচে খুঁজতেই একটি গর্ত চোখে পড়ে তার। সেখান থেকেই তীব্র গন্ধ ভেসে আসতেই পরীক্ষা করার জন্য দেশলাই কাঠি জ্বালাতেই আগুন ধরে যায় ওই গর্তে। সেই আগুন দীর্ঘ পায় দু’ঘণ্টার মতো জ্বলতে থাকে। নিভছে না দেখেই অবশেষে বালি দিয়ে তা নেভান বাবলু বাবু। বিষয়টি জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধি তাপস রায়। খবর দেওয়া হয় দমকলেও।
advertisement
advertisement
ওই জমিতে বাড়িটি তৈরি হওয়ার আগে টিউবওয়েল ছিল। যা বন্ধ করে বাড়িটি তৈরি করা হয় বলে জানা গিয়েছে। আর বন্ধ করা সেই টিউবওয়েলের গর্ত থেকেই এখন বেরিয়ে আসছে গ্যাস অনুমান স্থানীয়দের। তবে দমকলের তরফ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বলা হয়েছে বিশেষজ্ঞ দল আসবে এই গ্যাস পরীক্ষা করতে। এই ঘটনা সামনে আসতেই এলাকায় তৈরি হয়েছে চাপা আতঙ্ক। এখন কি গ্যাস বেরিয়ে আসছে ওই গর্ত থেকে তা পরীক্ষা করার পরই জানা যাবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ঘটনা আতঙ্কে রয়েছে গোটা পরিবার।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 4:10 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral News | Viral Video: ঘরের মেঝেতে হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠছে আগুন! অবিশ্বাস্য ঘটনা!