Viral News: এয়ারপোর্ট থেকে গাড়ির পিছনে ধাওয়া! অবশেষে বিরাট সাফল্য এসটিএফ-এর!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ZIAUL ALAM
Last Updated:
Viral News: গাড়ির ভিতরে যা ছিল জানলে চমকে যাবেন!
বারাসত: বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এস টি এফ । গোপন সূত্রে খবর পেয়ে এসপিএফ এয়ারপোর্ট এর থেকে একটি গাড়িকে ধাওয়া করে।বারাসত কাজী পাড়ার কাছে এসে ওই গাড়িটিকে দাঁড় করায়। গাড়ি থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে এস টি এফ। গাড়ির মধ্যে থাকা চারজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে। এদিন দুপুরে এয়ারপোর্টের দিক থেকে একটি গাড়িতে করে পাঁচ জন দুষ্কৃতী গাঁজাসহ বনগাঁর দিকে যাচ্ছিল।
পুলিশ সূত্রে খবর এয়ারপোর্ট থেকে গাড়িটি বেরোনোর পরেই পিছনে ধাওয়া করে এস টি এস বার শহর পেরিয়ে যখন এনএইচ ৩৫ ধরে বনগাঁর দিকে যাচ্ছিল সেই সময় কাজীপাড়ার কাছাকাছি পথ আটকায়। প্রথমে তারা গাড়িতে তল্লাশি চালায় তল্লাশিতে দেখা যায় প্রচুর পরিমানে গাঁজা রয়েছে গাড়িতে। পরের দেখা যায় প্রায় ৩৫ কেজি গাঁজার গাড়িতে রয়েছে ।
advertisement
advertisement
এক মহিলা সহ চার আরোহী কি কারণে গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল এবং সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল তার জানার চেষ্টা করছি এসটিএফ এবং পাঁচজনই কি উদ্দেশেগাঁজাগুলো নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে এসটি এফ ও বারাসাত থানার পুলিশ। এস টি এফ সূত্রে খবর মাঝে মাঝেই বাংলাদেশ সীমান্তের দিকে এইভাবে গাঁজা পাচার হচ্ছে এমন খবর ছিল এস টি এফ এর কাছে। এদেরকে জিজ্ঞাসা বাদ করে এর পেছনে আরো কারা জড়িত আছে তার খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।
advertisement
জিয়াউল আলম
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 12:03 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral News: এয়ারপোর্ট থেকে গাড়ির পিছনে ধাওয়া! অবশেষে বিরাট সাফল্য এসটিএফ-এর!