North 24 Parganas News: পরিবেশবান্ধব নানা চিত্রে সেজে উঠছে স্টেশন, কারা করছে এই কাজ!
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
পূর্ব রেলের শিয়ালদহ মেইন শাখার বেশ কিছু রেল স্টেশনে চিত্রাঙ্কনের মাধ্যমে পরিবেশ বান্ধব বার্তা দিতে উদ্যোগ গ্রহণ করেছে রেল। তাই রেল স্টেশনের দেওয়াল গুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে পরিবেশ বান্ধব নানান চিত্র।
#উত্তর ২৪ পরগনা : পূর্ব রেলের শিয়ালদহ মেইন শাখার বেশ কিছু রেল স্টেশনে চিত্রাঙ্কনের মাধ্যমে পরিবেশ বান্ধব বার্তা দিতে উদ্যোগ গ্রহণ করেছে রেল। তাই রেল স্টেশনের দেওয়াল গুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে পরিবেশ বান্ধব নানান চিত্র। শিয়ালদা শাখার জগদ্দল স্টেশনে এমনই চিত্র ধরা পড়ল। ওয়াল পেইন্ট ও তুলি হাতে স্টেশনের দেওয়ালে ছবি এঁকে চলেছেন ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা। পূর্ব রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা এই ছবি আঁকার কাজ করছেন।
প্রসঙ্গত, ভারতীয় রেল মন্ত্রক ২০৩০ সালের মধ্যে রেল পরিচালনার ক্ষেত্রে ‘গ্রিন রেলওয়ে’র লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে একাধিক উদ্যোগও গ্রহণ করা হয়েছে মন্ত্রকের তরফ থেকে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে রেলের এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, চলতি বছরেই শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশনে পর্যবেক্ষণে আসবেন পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ সীমান্তে দুর্ঘটনা! প্রাণ গেল দুই বাংলাদেশী পর্যটকের
তাই তার আগেই স্টেশনগুলিকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রেলের তরফে। পরিবেশ বান্ধব স্টেশন চত্বরে আঁকা ছবি অনেকেই মুগ্ধ হয়ে দেখছেন। দেখতেও সুন্দর লাগছে বলে অভিমত যাত্রীদের। সুন্দর এই শিল্পকলার ফুটিয়ে তোলার ফলে, স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানসিকতা তৈরি হবে বলেও আশাবাদী অনেকেই। পাশাপাশি, রেলের এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন রেল যাত্রীরা।
advertisement
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
December 06, 2022 10:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পরিবেশবান্ধব নানা চিত্রে সেজে উঠছে স্টেশন, কারা করছে এই কাজ!