North 24 Parganas News: ক্রেতা সেজে গিয়ে হাতেনাতে ধরে ফেললো দুটি বিলুপ্তপ্রায় তক্ষক

Last Updated:

বনদফতর কর্মীরা ক্রেতা সেজে গিয়ে হাতেনাতে ধরে ফেললো দুটি বিলুপ্তপ্রায় তক্ষক সহ দুই অভিযুক্তকে। ঐ দুজনকে বারাসত সিজিএম আদালতে তোলা হবে।

দুটি তক্ষক সহ 2 পাচারকারী
দুটি তক্ষক সহ 2 পাচারকারী
দেগঙ্গা: বনদফতর কর্মীরা ক্রেতা সেজে গিয়ে হাতেনাতে ধরে ফেললো দুটি বিলুপ্তপ্রায় তক্ষক সহ দুই অভিযুক্তকে। বারাসত বন দফতরের কাছে গোপন সূত্রে খবর আসে, দেগঙ্গা থানার অন্তর্ভুক্ত হাদিপুর এলাকায় এক বাড়িতে দুটি তক্ষক রাখা আছে, যেটা তারা বিক্রি করার পরিকল্পনা করছে।এই তক্ষক আন্তর্জাতিক বাজারে ভালো মূল্যে বিক্রি হয়। সেই মত বন দফতর যোগাযোগ করে এবং তক্ষক কিনতেই যায় বেড়াচাঁপার কিছুটা আগে হাদিপুর এলাকায়। যাদের কাছে এই তক্ষক ছিলো তারাও যথারীতি আসে তক্ষক বিক্রি করতে, হাতেনাতে দুজনকে ধরে ফেলে।
তখনই ওই দুজনকেই আটক করা হয়। আবু জাফর মন্ডল এবং শাহাজাহান হোসেন নামে দুজনকে আটকের পরেই দেগঙ্গা থানার পুলিশের সঙ্গে রীতিমতো গন্ডগোল হয় বনদফতর কর্মীদের। তার কারণ বনদফতরের কর্মীদের কোন অনুমতি ছাড়াই এই দুই পাচারকারীকে আটক করে এমনটাই দাবি পুলিশের।
আরও পড়ুন ঃ লক্ষাধিক বাংলাদেশি গর্ভনিরোধক ট্যাবলেট নিয়ে কী করছিলেন ব্যক্তি? জানলে ভয় পেয়ে যাবেন
যখন ২ পাচারকারীকে হাদিপুর এলাকা থেকে নিয়ে যায় তখন দেগঙ্গা থানার পুলিশের কাছে খবর আছে যে দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই বনদফতরের আধিকারিকদের পথ আটকায় দেগঙ্গা থানার পুলিশ প্রথমে তাদের সঙ্গে রীতিমতো বাক বিতাণ্ডা জড়ায় পরে বনদফতরের বৈধ কাগজপত্র দেখানোর পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
ঐ দুজনকে বারাসত সিজিএম আদালতে তোলা হবে। ওয়াইল্ড লাইফ টাইম কন্ট্রোল ব্যুরো সঙ্গে উত্তর ২৪ পরগনা ডিভিশন যৌথ অভিযানে এই তক্ষক উদ্ধার হয়। অভিযুক্ত দুজনেই বর্তমানে বারাসত রথতলা বনদফতর রেঞ্জ অফিসে রয়েছে। তক্ষক দুটিও সেখানে রাখা রয়েছে।
জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ক্রেতা সেজে গিয়ে হাতেনাতে ধরে ফেললো দুটি বিলুপ্তপ্রায় তক্ষক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement