North 24 Parganas News: সল্টলেকের দুর্গাপুজোর প্যান্ডেলে এবার ধরা দেবে সঙ্গীতের ইতিহাস
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: পুজো উদ্যোক্তারা এবছর তাদের চিন্তা ভাবনায় তুলে ধরতে চেয়েছেন সঙ্গীতের এই আদি ইতিহাসকে। যার নাম দেওয়া হয়েছে 'বহমান'।
উত্তর ২৪ পরগনা: গান ভালবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। তবে গান অর্থাৎ সঙ্গীত এর সৃষ্টি কীভাবে তা কি জানেন! না জানলে এবার সঙ্গীতের সেই আদি কাহিনি জানার সুযোগই করে দিচ্ছে সল্টলেক এই জি ব্লকের সার্বজনীন পুজো কমিটি। এবার এই পুজো পদার্পণ করল ৩৭ বছরে। পুজো উদ্যোক্তারা এবছর তাদের চিন্তা ভাবনায় তুলে ধরতে চেয়েছেন সঙ্গীতের এই আদি ইতিহাসকে। যার নাম দেওয়া হয়েছে ‘বহমান’।
ভারতীয় সঙ্গীতের আত্মা বলা হয় রাগ-কে। সেই রাগাশ্রয়ী সঙ্গীতের আদি পর্যায়কে তুলে ধরেই, রাগ এবং স্থাপত্যের মহাজাগতিক সংযোগ ঘটাতে চলেছে সল্টলেকের এজি ব্লকের পূজা উদ্যোক্তারা। হোগলা পাতা, মাটির কলসি, খেজুর গাছের ছাল, পেঁপে গাছের ছাল, বাঁশের চোচ ইত্যাদি ব্যবহার করে তৈরি হচ্ছে মন্ডপ।
আরও পড়ুন-‘ভয়ঙ্কর মানুষ! ওর জেলে যাওয়া উচিত’, এই বিশেষ কারণেই রাজকে ডিভোর্স দিলেন পরী, ফাঁস হল কারণ
advertisement
advertisement
শিল্পীর হাতের ছোঁয়ায় আস্তে আস্তে ফুটে উঠছে এক আদি ইতিহাস। তার মধ্যে দিয়েই উপস্থাপিত করা হবে ‘স্থাপত্য হল হিমায়িত সঙ্গীত।’ উদ্যোক্তাদের আসা এ বছরে তাদের এই ভাবনা ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। যা স্পর্শ করবে অনুভূতিকে। মাতৃ মূর্তিতেও থাকবে বিশেষ চমক। এবছর এই পুজোর দায়িত্বে থাকবেন মহিলারা। মহিলা পুরোহিত দ্বারাই পূজিত হবে মা। থাকবেন মহিলা ঢাকি। শিল্পী সুমি মজুমদারের সূক্ষ্ম হাতের কারুকার্যে এখন ফুটে উঠছে অনবদ্যই সৃষ্টি। উদ্যোক্তাদের আশা মহালয়ার আগেই সম্পূর্ণ হয়ে যাবে গোটা মন্ডপ সজ্জা। ফলে এবছর এই পুজোকে ঘিরে বাড়তি আকর্ষণ থাকবে মানুষের বলেই মনে করা হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 1:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সল্টলেকের দুর্গাপুজোর প্যান্ডেলে এবার ধরা দেবে সঙ্গীতের ইতিহাস