North 24 Parganas News: আদিত্য এল-১ যোগ! বসিরহাটের গবেষকের সফল উৎক্ষেপণের প্রহর গুনছে পরিবার...

Last Updated:

উল্লেখ্য পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি কক্ষপথে অবস্থান করবে আদিত্য।

+
আদিত্য

আদিত্য এল-১ যোগ বসিরহাটের গবেষকের সফল উৎক্ষেপনের প্রহর গুনছে পরিবার

বসিরহাট:আদিত্য এল ১ইতিহাসের সাক্ষী হতে চলেছে দেশ, উৎক্ষেপনের পর সফল যাত্রায় প্রহর গুনছে বাদুড়িয়ার ইসরোর গবেষক পরিবার। চান্দ্রযানের সফল ল্যান্ডিংয়ের পর এবার ইসরোর মিশন সূর্য। তবে একেবারে সূর্যে নয়, সূর্য থেকে অনেক দূর থেকে নজর রাখবে আদিত্য এল-১।
প্রত্যাশা মতোই এদিন সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এর উদ্দেশে পাড়ি দিল আদিত্য এল-১। আর এই যাত্রার সময় লাগবে ১২৫ দিন। তবে এই মিশনে পিছিয়ে নেই বসিরহাটের মহাকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। গ্রামের ছেলে জয়ন্ত পাল চন্দ্রযান-৩ এরপর আদিত্য এল-১ মিশনেও ইসরোর বিজ্ঞানী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।
advertisement
advertisement
জয়ন্ত পাল ২০১৮ সালে ইসরোয় বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তারপর ২০১৯ সালে চন্দ্রযান-২ এর মিশনে নিযুক্ত হলেও ব্যর্থতার পরেও সফলতা আসে ২০২৩ সালে। এবার সূর্যযানের পালা। বাবা অর্ধেন্দু পাল, ছোট ব্যবসায়ী। আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করেছেন। মা আলপনা পাল ছোট থেকেই ছেলেকে শিক্ষার আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর ছিলেন। চন্দ্রযান সফল অবতরণের পর এবার সূর্যযানের পালা, স্বভাবতই গর্বিত পাল পরিবার। জন প্রতিনিধি থেকে স্থানীয় গ্রামবাসীরা ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে পাল বাড়িতে ভিড় জমাচ্ছেন।
advertisement
আদিত্য এল-১ সূর্যের দিকে রওনা দেওয়ার পর দূর্গা পুজোতে বাড়ি ফিরবে ঘরের ছেলে জয়ন্ত। আজ আদিত্য এল ওয়ান আজ সূর্যের দিকে রওনা দিল। সেই সূর্য যানেরও সাফল্য কামনা করছে গর্বিত জয়ন্ত পালের বাবা-মা।
উল্লেখ্য পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি কক্ষপথে অবস্থান করবে আদিত্য। জানা গিয়েছে, এই আদিত্য এল১ পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ। সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরোর সৌরযান। সব মিলিয়ে সৌরযানের সাফল্যে প্রহর গুনছে দেশবাসী থেকে বসিরহাটের বাদুড়িয়ার গবেষক পরিবার।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আদিত্য এল-১ যোগ! বসিরহাটের গবেষকের সফল উৎক্ষেপণের প্রহর গুনছে পরিবার...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement