North 24 Parganas News- হাতে স্যালাইন নিয়ে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
পথ দুর্ঘটনায় আহত হয়ে হাতে স্যালাইন নিয়ে হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক ছাত্রী
#উত্তর ২৪ পরগনা: বাড়ি থেকে পরিক্ষা দিতে বেরিয়ে পথ দুর্ঘটনা। আহত মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিল বনগাঁ মহকুমা হাসপাতালে। প্রশাসনের তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারায় খুশি ছাত্রীর পরিবার। জানা যায়, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মন্ডল তার বাবার মোটর বাইকে করে থোয়ারা হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। মাকরা এলাকায় পথেই ঘটে যায় দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় আহত হয় ওই মাধ্যমিক পরিক্ষার্থী। স্থানীয় মানুষের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মণ্ডলকে ভর্তি করা হয় বনগাঁ মহাকুমা হাসপাতালে। আঘাত খুব গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে । আহত ছাত্রী রহিমা মন্ডলকে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করায় খুশি তার বাবা সাইফুল মন্ডল। তিনি সাধুবাদ জানিয়েছেন প্রশাসনকে। এই বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাতো জানিয়েছেন, "পথ দুর্ঘটনায় আহত হয়ে ছাত্রী হাসপাতালে ভর্তি হলে তাকে প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষা দেবার ব্যবস্থা করেছি । হাসপাতালে শুয়ে হাতে চ্যানেল নিয়ে পরীক্ষা দিলেন ছাত্রী।" দুর্ঘটনার পর যেভাবে হাসপাতাল কর্তৃপক্ষ সহজ পর্ষদের আধিকারিক ও শিক্ষা কর্মীরা এগিয়ে এসে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রী। দুর্ঘটনার পর এক প্রকার পরীক্ষা দেওয়ার আশা প্রায় নিভে গিয়েছিল ছাত্রীর, শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরে মানসিকভাবে অনেকটাই শান্তি পেয়েছেন বলেও জানান ওই ছাত্রী।
Location :
First Published :
March 12, 2022 6:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- হাতে স্যালাইন নিয়ে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী