North 24 Parganas News: গত কয়েক বছরে হাবরার বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয়র সম্পত্তি বেড়েছে দ্বিগুণ!

Last Updated:

গত কয়েক বছরে হাবরার বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয়র সম্পত্তি বেড়েছে দ্বিগুণ!

হাবরার কার্যালয়
হাবরার কার্যালয়
উত্তর ২৪ পরগনা: সকালের ঘুম ভাঙতেই খবর শুনে রীতিমতো চমকে উঠল হাবরা। রেশন দুর্নীতি মামলায় অবশেষে ইডির হাতে গ্রেফতার হাবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পুজো মিটতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিল রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে। টানা ২১ ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ এর পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। ইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যেতেই তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়। কিন্তু রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী গ্রেফতার হতেই কানাঘুষো শুরু হয়েছে গত কয়েক বছরে ক্ষমতায় থেকে ঠিক কত সম্পত্তির মালিক হয়েছেন জ্যোতিপ্রিয়!
ইলেকশন কমিশনে দেওয়া তথ্য অনুসারে, ২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ছিল বার্ষিক ২ লক্ষ ৪০ হাজার ৯১৭ টাকা। পরবর্তী অর্থ বর্ষ অর্থাৎ ২০১৬-১৭ অর্থবর্ষে তার বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১১ লক্ষ ৯৮ হাজার ১৪৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ১২ লক্ষ ৪০ হাজার ২৫৫ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ছিল ৫১ লক্ষ ৯৩ হাজার ৫৭৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় ছিল ৪০ লক্ষ ২১ হাজার ৯১০ টাকা। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপার ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১১ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১২ লক্ষ ১৫ হাজার ৪৯০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ২৫ লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা। এক্ষেত্রেও তার স্ত্রীর বার্ষিক আয় এক ধাক্কায় দ্বিগুণ হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১৮ লক্ষ ১১ হাজার ৬৫৫ টাকা। এখন যদি জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির কথা ধরা যায় তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়ায়, ৩ কোটি ৯৩ লক্ষ ৯৪ হাজার টাকার মালিক। তার স্ত্রী মণিদীপা ২ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭০৮ টাকার মালিক। মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকা, যার মালিক রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার স্ত্রী। এই বিপুল পরিমাণ সম্পত্তিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের সেভিংস, সোনা, রুপোর অলংকার, গাড়ি সহ অন্যান্য জিনিস। তবে দুজনের নামে কোনরকম লোন নেই বলেই জানা গিয়েছে। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর নামে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায়ই ৪ লক্ষ ৫ হাজার টাকা। যে সম্পত্তির হিসেব পাওয়া যায় তা জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই ইলেকশন কমিশনের হাতে তুলে দিয়েছিলেন ২০২১ সালে। সে সময় তিনি হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এলাকার বিধায়ক গ্রেফতারহতেই যেন নিশ্চুপ হয়ে গিয়েছেন স্থানীয় শাসকদলের নেতা কর্মীরা। সকলেই প্রায় মুখে কুলুপ এঁটেছেন। তবে বিরোধী দল ইতিমধ্যেই সুর চড়িয়েছেন পাশাপাশি ইডির তদন্তে আরও নতুন কি তথ্য উঠে আসে সেদিকেই এখন নজর রাখছেন সকলে। সোশ্যাল মিডিয়াতেও নানা রকম মন্তব্য ছড়িয়ে পড়ছে মন্ত্রীর গ্রেফতারি নিয়ে। অনেকেই জানতে চাইছেন ঠিক কত কোটি টাকার দুর্নীতিতে যুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয়!
advertisement
Rudra Narayan Roy
advertisement
view comments
বাংলা খবর/ খবর/
North 24 Parganas News: গত কয়েক বছরে হাবরার বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয়র সম্পত্তি বেড়েছে দ্বিগুণ!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement