North 24 Parganas News: দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের ভাইফোঁটা দিলেন বোনেরা

Last Updated:

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জাওয়ানদের ভাইফোঁটা দেওয়া হল। বিএসএফ ও বিজিবি - র ভাই ফোঁটার মধ্যে দিয়েই এক অন্য ছবি ধরা পড়লো জেলার সীমান্তবর্তী এলাকায়। ভাতৃত্বের বন্ধনের মধ্যে দিয়েই মিলেমিশে গেল দুই দেশের সীমান্তের জওয়ানরা।

#উত্তর ২৪ পরগনা : দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জাওয়ানদের ভাইফোঁটা দেওয়া হল। বিএসএফ ও বিজিবি - র ভাই ফোঁটার মধ্যে দিয়েই এক অন্য ছবি ধরা পড়লো জেলার সীমান্তবর্তী এলাকায়। ভাতৃত্বের বন্ধনের মধ্যে দিয়েই মিলেমিশে গেল দুই দেশের সীমান্তের জওয়ানরা। বসিরহাট ঘোজা ডাঙ্গা সীমান্তের ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ভাইফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনার পাশাপাশি দীর্ঘআয়ু, আশীর্বাদ করলেন বোনরা। অন্যদিকে, বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদেরও ভাইফোঁটা দেওয়া হল বিজেপির মহিলা মোর্চার বোনেদের তরফ থেকে।
যারা পরিবার থেকে দূরে থেকে সারা বছর সীমান্তে অতন্দ্র প্রহরীর মত নিরাপত্তা দিয়ে দেশকে সুরক্ষিত রাখেন। দীপাবলির পরেও তারা ভাইফোঁটায় বাড়ি যেতে পারেননি। বোনের হাত থেকে ভাইফোঁটা নেওয়া আশীর্বাদ ফুল মিষ্টি শুভেচ্ছা থেকে যাতে তারা বঞ্চিত না হয়, তার জন্যই আজকের সীমান্তের জিরো পয়েন্টে ভাইফোঁটার আয়োজন করা হয়। আনন্দ ও উৎসবের মধ্যে দিয়েই দুদেশের জওয়ানরা দিনটাকে উদযাপন করলেন। আর এই আবেগঘন মুহূর্তকেই ফ্রেমবন্দি করতে দেখা গেল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৈনিকদের।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় ছুটি না নিয়ে কর্মে অবিচল! ডেঙ্গি রোধে বদ্ধপরিকর এলাকার স্বাস্থ্যকর্মীরা
পাশাপাশি দুই বাংলা সীমান্তের জওয়ানরাও বোনেদের থেকে ভাই ফোঁটা পেয়ে রীতিমতো খোশ মেজাজে। চললো খাওয়া দাওয়ার পর্বও। একে অপরের মধ্যে আলিঙ্গন ভ্রাতৃত্ববোধ আজকের সীমান্তের দিনটাকে করে তুলল অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা। সীমান্তের রক্ষিরাও এদিন বোনেদের হাত থেকে ফোটা পেয়ে, ঘুরলেন বাড়িতে যাওয়ার যন্ত্রনা। আর এই বন্ধনের মধ্যে দিয়েই দু দেশের সম্পর্ক কিছুটা হলেও উন্নতি হল বলেই মনে করছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের ভাইফোঁটা দিলেন বোনেরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement