#উত্তর ২৪ পরগনা: আজ শিবরাত্রি। রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলাতেও পালিত হল শিবরাত্রি। পুজোর দিন শিব মন্দির উদ্ধোধন হল দত্তপুকুর চালতাবেড়িয়া সারদাপল্লী এলাকায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী শান্তিরুপানন্দ মহারাজ সন্তোষপুর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম, স্বামী শ্রীআত্মানন্দ মহারাজ, দত্তপুকুর দুই পঞ্চায়েত প্রধান সন্ধ্যা দত্ত, উপপ্রধান সহ কাশিমপুর গ্রাম পঞ্চায়েত পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু, দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েত শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক অরিন্দম মুখার্জী, দত্তপুকুর দুই পঞ্চায়েত সদস্য গনেশ পাল, দত্তপুকুর চালতাবেড়িয়া জয়পুল শান্তি রক্ষা কমিটির সম্পাদক ভোলানাথ ঘোষ, সভাপতি প্রাণ কুমার বিশ্বাস, দত্তপুকুর চালতা বেড়িয়া পল্লী উন্নয়ন সমিতির সদস্য রমেশ পাল সহ ক্লাব সংগঠনের অন্যান্য সদস্যগন।
এদিন ফিতে কেটে মন্দিরে দ্বারঘাটন করেন মহারাজ এরপর পুজো শুরু হয়। এই এলাকায় সারা বছর সমস্ত দেব দেবীর পুজোয় হয়ে থাকে, কিন্তু ছিল না দেবাদিদেব মহাদেবের মন্দির। এলাকার সকল ধর্মের মানুষের যৌথ উদ্যোগে এলাকার মানুষের দাবিতে এই মন্দির তৈরি করা হয়। আগে শিব রাত্রির দিন এই এলাকার মানুষদের যেতে হত বেশ কিছুটা দূরে। ফলে উপোস করে সমস্যার সম্মুখীন হতে হত ভক্তদের। এই মন্দির উদ্বোধনের ফলে উপকৃত হল এই এলাকার ধর্মপ্রাণ মানুষেরা। এদিন অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল গোটা এলাকা। মন্দির ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। দীর্ঘ বেশ কয়েক মাসের চেষ্টায় এই মন্দির নির্মাণ করা হয়েছে। প্রতিদিন এখন থেকে পুজো হবে এই মন্দিরে জানিয়েছেন মন্দির কমিটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।