Durga Puja Carnival: জেলা সদরে আজ যান চলাচল স্তব্ধ! বাড়ি থেকে বেরনোর আগেই জানুন, নাহলে রাস্তায় চরম হয়রানি!
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Durga Puja Carnival: বাড়ি থেকে বেরোনোর আগে এই খবর না জানলেই আজ পথে চরম হয়রানির শিকার হতে পারেন আপনিও। জেলা সদর শহরের বুক চিরে যাওয়া রাজপথ আজ দীর্ঘক্ষণ বন্ধ থাকবে।
উত্তর ২৪ পরগনা: বাড়ি থেকে বেরনোর আগে এই খবর না জানলেই আজ পথে চরম হয়রানির শিকার হতে পারেন আপনিও। জেলা সদর শহরের বুক চিরে যাওয়া রাজপথ আজ দীর্ঘক্ষণ বন্ধ থাকবে। ফলে, বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করানো হবে যানবাহনকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দু’টোর পর থেকেই বারাসত চাপাডালি মোড় দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে, যতক্ষণ না শেষ হয় দুর্গাপুজোর কার্নিভাল। ফলে কিছুটা হলেও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে পথ চলতি মানুষজনের।
জেলা সদর শহর বারাসতে প্রতিদিনই বিভিন্ন সরকারি দফতর-সহ প্রয়োজনীয় কাজে জেলা নানা প্রান্ত থেকে বহু মানুষ আসেন। তাই এদিন কার্নিভালের অনুষ্ঠান থাকায় জেলা প্রশাসনের তরফ থেকে বিকল্প রাস্তা ব্যবহার করে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বারাসত চাঁপাডালি মোড় সেজে উঠছে, জোরকদমে চলছে কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। এদিন বিকাল ৪টে থেকে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে, বনগাঁ ও বারাসতের ১৯টি প্রতিমা এই কার্নিভালে অংশ নেবে বলেও জানা গিয়েছে। সেই সময় ৩৫ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বনগাঁর দিকে যাওয়া যশোর রোডের বারাসত চাঁপাডালির মুখ বন্ধ থাকবে এবং বারাসত টাকি রোডের মুখও বন্ধ রাখা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন: বছর ঘুরলেও ক্ষত সারেনি! হড়পা বানে ভেসে গিয়েছিল ১৩ বছরের ঊর্মি, আজও তার ঘরে হাত দেননি বাবা-মা
advertisement
ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় জানান, দুপুর ২টো থেকে চাঁপাডালি মোড় হয়ে যাওয়া গাড়িগুলির রুট পরিবর্তন করা হবে। গত বছর যেভাবে যাববাহন চলাচল করেছিল অর্থাৎ যেসব গাড়ি ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরবে তারা ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে গিয়ে, সুবিধামতো ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরবে। পাশাপাশি যেসব গাড়ি টাকি রোড ধরবে তারা রাজারহাট হয়ে বা মধ্যমগ্রাম হয়ে সুবিধামতো টাকিরোড ধরবে বলেও জানান তিনি। কার্নিভাল শেষ হলে দ্রুত খুলে দেওয়া হবে চাঁপাডালি মোড়।
advertisement
কার্নিভালকে ঘিরে কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে এলাকা। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, এসডিপিও বারাসত অনিমেষ রায়-সহ পুলিস আধিকারিকরা। পাশাপাশি আজ বারাসত ছাড়াও, ব্যারাকপুর ও পানিহাটিতে কার্নিভাল অনুষ্ঠিত হবে। তবে এদিন রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বারাসতে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের বাড়তি তৎপরতা চোখে পড়েছে। জেলা সদর শহরের এই কার্নিভাল দেখতে বহু মানুষ উপস্থিত হবেন বলেও প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 26, 2023 11:24 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja Carnival: জেলা সদরে আজ যান চলাচল স্তব্ধ! বাড়ি থেকে বেরনোর আগেই জানুন, নাহলে রাস্তায় চরম হয়রানি!








