North 24 Parganas News: মর্মান্তিক! বসিরহাটে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু, আহত ২
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:sipra roy
Last Updated:
স্ত্রী ও মেয়েকে চিকিৎসার উদ্দেশে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বসিরহাটের মিনাখার বকচরায় মৃত্যু হল এক মধ্যবয়স্ক ব্যক্তির, আহত স্ত্রী ও মেয়ে।
বসিরহাট: হাসপাতালে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু, আহত ২। স্ত্রী ও মেয়েকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল এক মধ্যবয়স্ক ব্যক্তির। জানা যায়, এদিন উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের মিনাখার বকচরা এলাকার বাসিন্দা রবিউল গায়েন স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটর বাইকে বসিরহাট হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে, সেসময় বসিরহাটের পিফা রামনগর এলাকায় পৌঁছাতে অপর দেখতে আসা একটি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ধাক্কা মারে ওই বাইককে।
যার ফলে বাইক থেকে ছিটকে পড়ে পাইক চাকল সহ আরও দুই আরোহী। এরপর স্থানীয়রা তড়িঘড়ি এসে আহত ওই তিন ব্যক্তিকে বসিরহাট হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। সেখান থেকে ওই তিন ব্যক্তিকেই কলকাতার আরজি কর হাসপাতাল স্থানান্তরিত করা হয়। কলকাতার হাসপাতালে মৃত্যু ভাই ওই বাইক চালক রবিউল ইসলাম গাইনকে। স্ত্রী বছর ৩০ এর আশুয়ারা খাতুন ও কন্যা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মিনাখার বকচড়া এলাকায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে এটা কি নিছকই বাইক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কিছু আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 05, 2023 9:54 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মর্মান্তিক! বসিরহাটে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু, আহত ২










