WB Panchayat Election 2023: বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে শেষ বেলার প্রচার তৃণমূল প্রার্থীর
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ পর্বে বড় চমক। তৃণমূল প্রার্থীর সমর্থনে ট্রাই সাইকেলে করে মিছিল করলেন ২০০ জন বিশেষ সক্ষম মানুষ
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের প্রচারে বিশেষ চাহিদা সম্পন্নরা! ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামে তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা গেল এমনই অবাক করা দৃশ্য।
বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রচার শেষ হচ্ছে। শনিবার নির্বাচন। বসিরহাট-১ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী পারমিতা ঘোষ প্রচারের শেষ দিন ২০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন বা বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরীকে নিয়ে নিয়ে প্রচার সারলেন। সীমান্তবর্তী সংগ্রামপুর গ্রামে দেখা গেল এই দৃশ্য। বৃহস্পতিবার সকাল থেকে পারমিতা ঘোষের সমর্থনে ট্রাই সাইকেলে তৃণমূলের পতাকা লাগিয়ে প্রচার শুরু করেন তাঁরা। বিশেষভাবে সক্ষমদের ভোট প্রচারে ব্যবহার করা নিয়ে তৃণমূল প্রার্থী পারমিতা ঘোষ বলেন, আমি সারা বছরই এঁদের পাশে থাকি। কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তৈরিতে সাহায্য করি। যাতে স্বনির্ভর হতে পারেন। আমি জিতলে বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারের যা যা প্রকল্প আছে সবকটির সুযোগ ওঁরা যাতে পান সেই ব্যবস্থা করব। ওনারা যাতে সমাজের বাকি মানুষদের মতো সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ পান সেই দিকে খেয়াল রাখব।
advertisement
advertisement
তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেওয়া বিশেষভাবে সক্ষম চৈতালী মণ্ডল বলেন, দিদি আমাদের পাশে সারা বছর থাকেন, আমরাও দিদির পাশে সর্বক্ষণ থাকি। এবার তৃণমূলের পতাকা নিয়ে তিনি পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন। আমাদের আশা উনি জিতবেন।
advertisement
নির্বাচনী প্রচারে বিশেষভাবে সক্ষম মানুষদের নানান দাবি দাওয়া উঠে এলেও তাঁদের খুব একটা মিটিং মিছিলে অংশ নিতে দেখা যায় না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বসিরহাটের এই ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। ভোট বাক্সে এর কোনও প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার।
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 06, 2023 3:40 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
WB Panchayat Election 2023: বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে শেষ বেলার প্রচার তৃণমূল প্রার্থীর








