North 24 Parganas News- ঢাকি শিল্পীদের এক ছাতার তলায় আনতে জেলায় গঠিত হল সংগঠন
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এই সংগঠনে মছলন্দপুর, হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, বনগাঁ সহ পার্শ্ববর্তী এলাকার ঢাকি শিল্পীদের একত্রিত করে, এক ছাতার তলায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে
#উত্তর ২৪ পরগনা: কর্মক্ষেত্রের কোনো জায়গায়ই পিছিয়ে নেই মহিলারা। এমনকি ঢাক কাঁধে নিয়ে বাজনা বাজিয়েও রোজগার করতে দেখা যায় বহু মহিলাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে মহিলাদের মত এই মহিলা ঢাকিরাও যথেষ্টই সম্মানের দাবি রাখেন। আর তাই এবার সর্বপ্রথম উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে ঢাকি শিল্পীদের নিয়েই গড়ে উঠলো তাদের নিজস্ব সংগঠন (North 24 Parganas News)। মছলন্দপুর ভূদেবস্মৃতি বালিকা বিদ্যালয়ের মঞ্চে কয়েক হাজার ঢাকি শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সুচনা হয় আই এন টি টি ইউ সি ঢাকি সম্প্রদায় সংগঠন।
২১ জনের কমিটি করে শুরু হচ্ছে এই ঢাকি সম্প্রদায় সংগঠনের কাজ। এই সংগঠনে মছলন্দপুর, হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা, বনগাঁ সহ পার্শ্ববর্তী এলাকার ঢাকি শিল্পীদের একত্রিত করে, এক ছাতার তলায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে (North 24 Parganas News)। ঢাকি সম্প্রদায় শিল্পীদির বেশির ভাগই বিভিন্ন পেশায় যুক্ত হয়ে কর্ম চালায়। কয়েক বছর ধরে এই শিল্পের সাথে অনেকেই যুক্ত হতে থাকেন। কিন্তু ঢাকি শিল্পীরা সেভাবে সম্মান পান না বলেই জানালেন সংগঠনের সদস্যরা। অন্যান্য শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা যদি সম্মান পান, তবে কেন ঢাকি শিল্পীরা যোগ্য সম্মান পাবেন না, এই দাবি নিয়ে তারা অতীতে বহুবার সরব হলেও, তেমন ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই শিল্প কে বাঁচিয়ে রাখতে সংগঠনের দরকার ছিল।
advertisement
এরপর পঞ্চায়েত প্রধান ও গাইঘাটা দক্ষিণ ব্লক সভাপতি তাপস ঘোষ , হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহার হস্তক্ষেপে অবশেষে মেলে অনুমোদন। ঢাকি শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের নানান সমস্যার কথা, পাশাপাশি সুবিধা অসুবিধার কথাও তুলে ধরতে পারবেন এই সংগঠনের মাধ্যমে (North 24 Parganas News)। এর মাধ্যমে ঢাকি শিল্পীদের বিশেষ স্বীকৃতিও মিলবে এমনটাই মনে করছেন ঢাকি শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ। এদিন কয়েক হাজার ঢাকি সম্প্রদায় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে শুভ সুচনা হয় সংগঠনের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা, পঞ্চায়েত প্রধান ও গাইঘাটা দক্ষিণ ব্লক সভাপতি তাপস ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এক শিল্পী জনান, "বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজিয়ে আমাদের দুটো পয়সা রোজগার হয় কিন্তু, সেভাবে আমাদের কখনোই সম্মান দেওয়া হয় না। ঢাকি শিল্পকে এক ছাতার তলায় এনে একটি সংগঠন হওয়ায় আমরা খুব খুশি ও আনন্দিত।" এবার মিলবে যোগ্য সম্মান, আশা ঢাকি শিল্পীদের।
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
February 11, 2022 8:38 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- ঢাকি শিল্পীদের এক ছাতার তলায় আনতে জেলায় গঠিত হল সংগঠন