North 24 Parganas: চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতেই নিউ ব্যারাকপুর পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতেই নিউ ব্যারাকপুর পৌরসভায় হল শপথ গ্রহণ অনুষ্ঠান
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: নিউ ব্যারাকপুর পৌরসভার শপথগ্রহন অনুষ্ঠিত হল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে। এদিন সকাল থেকেই স্থানীয় কৃষ্টি পেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন নিউব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ওয়ার্ডের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এই পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রবীর সাহাকে পৌরপ্রধান হিসাবে নির্বাচন করে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুখেন মজুমদার, তপন দাস, সহ উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব সৌরভ বোস, পঙ্কজ কুমার অধিকারী সহ বিশিষ্টজনেরা। এদিন কৃষ্টি পেক্ষাগৃহে নিউব্যারাকপুর পুরসভার ২০জন বিজয়ী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসকের প্রতিনিধি বর্নমালা রায়। শপথগ্রহন অনুষ্ঠানের দিনই সমস্ত বিজয়ী কাউন্সিলরদের সঙ্গে নিউব্যারাকপুরের উন্নয়নের রূপরেখা নিয়ে জরুরী বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন মজুমদার, তপন দাস। এদিন এই পৌরসভার নতুন পৌরপ্রধান প্রবীর সাহার নাম ঘোষনা করা হয় বৈঠক থেকে। উপ-পৌরপ্রধান হিসাবে বেছে নেওয়া হয় ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না বিশ্বাসকে। প্রত্যেক বিজয়ী কাউন্সিলর এদিন শপথ বাক্য পাঠ করলেন। নিউব্যারাকপুর পুরসভার নতুন পৌরপ্রধান প্রবীর সাহা জানালেন, আগামীদিনে শহরের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশী জোর দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সকলকে নিয়ে এগিয়ে যাওয়াই হবে প্রত্যেক জনপ্রতিনিধির মূল লক্ষ্য। পাশাপাশি তিনি এও বলেন এই পৌরসভাকে আগামীদিন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য তিনি সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবেন। বিগতদিনে সাত মাস পুরপ্রশাসকের দায়িত্ব সামলে নেওয়ার অভিজ্ঞতা আগামীদিনের চলার পথকে আরও মসৃন করবে বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।
Location :
First Published :
March 18, 2022 1:09 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতেই নিউ ব্যারাকপুর পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান