North 24 Parganas News: ছাত্রছাত্রীরা নিজেদের হাতখরচের টাকায় পুজো উপহার তুলে দিল দুঃস্থ কচিকাঁচাদের হাতে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
North 24 Parganas Charity : ছাত্রছাত্রীরা নিজেদের হাত খরচের টাকায় পুজো উপহার তুলে দিল দুঃস্থ কচিকাঁচাদের হাতে
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: প্রতিবেশী আমরা কাদের বলি? আমাদের চারপাশে যারা থাকে, যাদের সঙ্গে আমরা প্রতিমুহূর্তের সুখ-দুঃখ ভাগ করেনি তাদেরকেই এক কথায় বলা হয় প্রতিবেশী। সামনেই আসছে শারদ উৎসব। তবে চারিদিকে আলোয় ভরে উঠলেও, অনেকের জীবনে অন্ধকার কিন্তু রয়েই যায়। তারা কেউ থাকে রেলপাড়ের বস্তিতে আবার কেউ বা শহরের এক প্রান্তের কোনও ঝুপড়ি ঘরে। কিন্তু সকলের সঙ্গে তাল মিলিয়ে তাদেরও যে আনন্দ করার অধিকার রয়েছে, তা হয়তো আমরা অনেকেই ভুলে যাই। অনেক ক্ষেত্রেই সামর্থ্যের কারণে তৈরি হয় বৈষম্য।
তবে এ বার, কলেজ ও স্কুল পড়ুয়াদের এক অভিনব উদ্যোগ রীতিমতো সাড়া ফেলে দিল জেলায়। নিজেদের জমানো হাত খরচের টাকায় উৎসবের আনন্দকে সবার মধ্যে ভাগ করে নিতে প্রায় ৩০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ শিশুদের হাতে তুলে দিলেন পুজোর নতুন পোশাক। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এক অনবদ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
advertisement
আরও পড়ুন : বিদ্যালয় তৈরি করার জন্য নিজের পৈতৃক জমি নিঃশর্তে দান করলেন নদিয়ার বাসিন্দা
এদিন হাবড়া দেশবন্ধু ক্লাবের মাঠে পুজোর উপহার পেতে হাজির হয়েছিলেন প্রায় ৩০০ জন দুঃস্থ কচিকাঁচারা। আগমনীর আলোর মধ্যে দিয়ে কচিকাঁচাদের হাতে পুজোর উপহার তুলে দিলেন স্কুল ও কলেজ পড়ুয়ারা। সংগঠনের তরফ থেকে সন্তু ঘোষ জানান, " পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে আমাদের এই উদ্যোগ। তাই নিজেদের হাত খরচ থেকে বাঁচানো টাকা দিয়ে আমরা শিশুদের আনন্দের জন্য তাদের হাতে পূজোর উপহার তুলে দিতে পেরে আনন্দিত। পুজো সবার, আনন্দও সকলের।"
advertisement
advertisement
আরও পড়ুন : স্বামীর মৃত্যুর পর অকূল পাথারে, চপ ভেজে শিশুসন্তানকে বড় করছেন দশভুজা অনিতা
view commentsসংগঠনের আরেক সদস্য অরিজিৎ সাহা জানান, " উপহার পেয়ে ছোট ছোট কচিকাঁচাদের মুখের হাসিতেই যেন এক অন্য আনন্দের অনুভূতি হল আমাদের। পুজোয় শৈশবের আনন্দের কথা মনে করিয়ে দিল। পুজোর দিনগুলি যাতে ওদের পুরনো একঘেয়ে জীবন থেকে অন্যভাবে কাটে তারও চেষ্টা করা হচ্ছে আমাদের মত ছাত্র-ছাত্রীদের তরফ থেকে। উপহার পেয়ে খুশি কচিকাঁচারাও পাশাপাশি এলাকাবাসীরাও ছাত্র-ছাত্রীদের এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।"
Location :
First Published :
September 26, 2022 4:19 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ছাত্রছাত্রীরা নিজেদের হাতখরচের টাকায় পুজো উপহার তুলে দিল দুঃস্থ কচিকাঁচাদের হাতে