North 24 Parganas News: হেলথ ড্রিংক, জুতো, ক্যালসিয়াম ট্যাবলেট চাইছেন কারখানার শ্রমিকরা! কারণ ভয়াবহ

Last Updated:

North 24 Parganas News: ভয়াবহ অবস্থা কারখানার শ্রমিকদের! ক্যালসিয়াম ট্যাবলেট, জুতো ও হেলথ ড্রিংক ছাড়া বাঁচার পথ নেই। কিন্তু কেন? কারণ জানলে ভয় হবে

+
বিক্ষোভ

বিক্ষোভ

উত্তর ২৪ পরগনা: আবারও ফের নিজেদের দাবি নিয়ে আন্দোলনের পথে শ্যামনগরের বেসরকারি এক ব্যাটারি কারখানার শ্রমিকরা। ক্যালসিয়াম ট্যাবলেট, জুতো ও হেলথ ড্রিংক প্রদানের দাবিতে বিক্ষোভ দেখান কারখানার শতাধিক কর্মী শ্রমিকরা। তার জেরেই এদিন কর্মবিরতি চলে।
জানা গিয়েছে, শ্যামনগরের বেসরকারি ওই ব্যাটারি কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থে আন্দোলন চালিয়ে যাচ্ছে পার্মানেন্ট মজদুর মোর্চার সদস্যরা।যেহেতু শ্রমিকদের ওই কারখানায় নানা কেমিক্যাল বস্তুর মধ্যে কাজ করতে হয়, ফলে শারীরিক সমস্যা তৈরি হয় বহু ক্ষেত্রে।
এমনকি অ্যাসিডের কারণে পা ক্ষয়ে যায়, বহু ক্ষেত্রে তৈরি হয় হাড়ের সমস্যাও। তাই কারখানার শ্রমিকদের নিয়মিত হেলথ ড্রিংকস, ক্যালসিয়াম ট্যাবলেট ও জুতোর দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিষয়টি বারংবার এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ শ্রমিকদের। এমনকি কারখানা বন্ধ করে দেবারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন আবারো ফের এই সকল দাবি নিয়ে কারখানার ভেতর বিক্ষোভ দেখায় ইউনিয়নের নেতা-কর্মীরা।
advertisement
advertisement
পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা করেই, কারখানার গেটে বিশাল পুলিশবাহিনীও মোতায়ন করা হয় প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কর্মী ইউনিয়ন এর দায়িত্বে থাকা সঞ্জয় সিং জানান, কারখানা কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হেলথ ড্রিংক, জুতো, ক্যালসিয়াম ট্যাবলেট চাইছেন কারখানার শ্রমিকরা! কারণ ভয়াবহ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement