North 24 Parganas News: সবুজায়নে উদ্যোগী সরকার কিন্তু হাসপাতালে এ কী চিত্র! প্রশ্নের মুখে পঞ্চায়েত
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: সরকারি কোনরকম নির্দেশিকার তোয়াক্কা না করেই হাসপাতাল থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েতের পূর্ত সঞ্চালকের বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগনা: সরকারি কোনরকম নির্দেশিকার তোয়াক্কা না করেই হাসপাতাল থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েতের পূর্ত সঞ্চালকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতাল থেকে শতাব্দী প্রাচীন গাছ কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মুকুল হালদার এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরোনোর সময় লক্ষ্য করেন হাসপাতালে গাছ কাটার কাজ চলছে। তখন তাঁর মনে খটকা লাগে এবং সেখানে গিয়ে সরকারি গাছ কাটার অনুমতি আছে নাকি জানতে চান। তখন যারা গাছ কাটছিল তাঁরা জানান পঞ্চায়েতের সঞ্চালক সঞ্জিত সরদার তাঁদেরকে এই গাছ কাটার নির্দেশ দিয়েছেন।
advertisement
advertisement
অভিযোগ এর আগেও পুরনো হাসপাতাল থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাগদা পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক সঞ্জিত সরদার জানান, তার নির্দেশেই এই গাছগুলি কেটে এনে পঞ্চায়েতে ফেলা হয়েছে কিন্তু সেভাবে সরকারি কোনও কাগজপত্র নেই। গ্রামের মানুষেরা ওই গাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছিল বলে পঞ্চায়েত থেকে গাছ কাটা হচ্ছে।
advertisement
অন্যদিকে, বিষয়টি নিয়ে বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, ‘দলে থেকে যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে আইন আইনের মত কাজ করবে, আইন সবার জন্য সমান। যে যা অন্যায় করবে তাঁকেই সেটা ভোগ করতে হবে।’ সরকারের পক্ষ থেকে যেখানে সবুজায়ন ঘটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে এভাবে বৃক্ষ নিধন রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 1:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সবুজায়নে উদ্যোগী সরকার কিন্তু হাসপাতালে এ কী চিত্র! প্রশ্নের মুখে পঞ্চায়েত