North 24 Parganas News: ২০ সেকেন্ডের টর্নেডোতেই সব শেষ সন্দেশখালি সরবেরিয়া গ্রামের! ভয়াবহ অবস্থা!

Last Updated:

North 24 Parganas News: অসহায় মানুষ, কুড়ি সেকেন্ডের টর্নেডো বদলে দিয়েছে সন্দেশখালি সরবেরিয়া গ্রামের পরিবেশ 

ক্ষতিগ্রস্ত গোটা গ্রাম
ক্ষতিগ্রস্ত গোটা গ্রাম
#উত্তর ২৪ পরগনা: বয়ে গিয়েছে ঝড়, এখনো থমথমে গোটা এলাকা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মুহূর্তে ধ্বংসলীলা চালানো টর্নেডোর স্মৃতি। অনেকেই হারিয়েছে মাথার গোজার ঠাই টুকু। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। যেন বিভীষিকার রাত কাটলো বসিরহাট মহকুমার সন্দেশখালি এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া এলাকার মানুষগুলির। চোখের সামনেই মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেল সব। দুচোখ দিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলেন না স্থানীয় এলাকার বাসিন্দারা। কুড়ি সেকেন্ডের ঝড় যেন অনেক কিছুই কেড়ে নিয়ে গিয়েছে তাদের। এখন অসহায় অবস্থা ওই গ্রামের প্রায় শতাধিক মানুষের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই নিম্নচাপের জেরে জেলার অন্যান্য জায়গার মতোই সন্দেশখালিতেও ছিল মেঘাচ্ছন্ন আকাশ। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হচ্ছিল। কিন্তু, এদিন বিকেলে হঠাৎ মাত্র কুড়ি সেকেন্ডের টর্নেডো ঝড়ে তছনছ হয়ে গেল সব। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকার প্রায় ৩০ টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন বাড়ির এজবেস্টার এর চাল উড়ে গিয়েছে আবার কোথাও কাঁচা বাড়ি উড়ে পুকুরের মধ্যে গিয়ে পড়েছে। বহু বড় বড় গাছ ভেঙে পড়ে রয়েছে রাস্তার উপর। এমনকি, উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রায় তিনটি ইলেকট্রিক পোস্ট ভেঙে পুরো এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
advertisement
টর্নেডো হওয়ার কিছুক্ষণ পর থেকেই রাতভর চলেছে ভারী বৃষ্টি। মাথার উপর বাড়ির এডবেস্টারের ছাদভাঙ্গা, ছাউনি উড়ে যাওয়া ঘর গুলোতে এখন কিভাবে থাকবেন তারা এই ভারী বর্ষায়, তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা।এই প্রসঙ্গে সন্দেশখালি এক নম্বর ব্লকের বিডিও সুপ্রতিম আচার্য বলেন,' টর্নেডো ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে। প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের আপাতত ত্রিপল দেওয়া হয়েছে। জেলার নির্দেশ মতো ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়া হবে। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো জানান, 'ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে রয়েছি। কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। রান্না করা খাবার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ২০ সেকেন্ডের টর্নেডোতেই সব শেষ সন্দেশখালি সরবেরিয়া গ্রামের! ভয়াবহ অবস্থা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement