North 24 Parganas News: করা হচ্ছে যান নিয়ন্ত্রণ, কার্নিভালের বিশেষ মুহূর্তের প্রস্তুতি জেলায়!

Last Updated:

North 24 Parganas news: জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে দুর্গা পুজোর বিশেষ কার্নিভাল। তার জন্যই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব।

+
চলছে

চলছে প্রস্তুতি

#উত্তর ২৪ পরগনা: জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে দুর্গা পুজোর বিশেষ কার্নিভাল। তার জন্যই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। বিশেষ নিয়মাবলী মেনে নির্দিষ্ট সংখ্যক মানুষের উপস্থিতিতে পুজো উদ্যোক্তাদের এই কার্নিভালে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। রাত থেকেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ইতিমধ্যেই সীমিত সংখ্যক লোক নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করার নিয়মের কারণে তা বয়কট করে প্রতিমা নিরঞ্জন এর সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি ক্লাব। কার্নিভালের আগেই দেখা যায় শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দিতে। রাতেও বেশ কিছু ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। হাবরা অশোকনগরেও অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপুজো কার্নিভাল।
রাতে থেকেই ৩৫ নম্বর জাতীয় সড়কের দীঘার মোড়ে এলাকায় চলে দত্তপুকুর ট্রাফিকের চেকিং। বড় গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, কারণ নো এন্ট্রি করে দেওয়া হয়েছে বারাসত চাঁপাডালিতে।পাশাপাশি নিরাপত্তার কারণে একাধিক চারাচাকা গাড়ি, বাইক কে আটক করে চলে নথি চেকিং। যাদের নথি ঠিকমতো নেই তাদেরকে জরিমানাও করা হয়। তবে চারচাকা, ছয়চাকা গাড়ি সহ বড় গাড়িকে আটকে দেওয়া হয়। তার একমাত্র কারণ জেলা কার্নিভাল অনুষ্ঠিত হবে।
advertisement
সেই কারণে প্রস্তুতি চলছে বারাসত চাঁপাডালি মোড়ে। তাই নো এন্ট্রি করা হয়েছে ওই এলাকা। বিকালে অনুষ্ঠানের পর আবারও রাস্তা খুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি চালকরা পরেছেন যথেষ্ট সমস্যায়। তাদের কাছে আগে থেকে এই খবর পৌছায়নি বলে জানান তারা। কার্নিভাল উপলক্ষে জেলা জুড়ে সাজসাজ রব। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই শুরু হবে অনুষ্ঠান। কার্নিভালকে ঘিরে বিশেষ পুলিশি নিরাপত্তারও বন্দোবস্ত রাখা হয়েছে জেলা জুড়ে।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: করা হচ্ছে যান নিয়ন্ত্রণ, কার্নিভালের বিশেষ মুহূর্তের প্রস্তুতি জেলায়!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement