North 24 Parganas News | Barasat Kali Puja: মণ্ডপে লিফটে করে এসে দর্শন দেবেন মা কালী! বারাসতের সন্ধানী ক্লাবের পুজোর থিম অবাক করবে!

Last Updated:

North 24 Parganas News | Barasat Kali Puja: বারাসতের কালী পুজোয় এবার সব থেকে বড় আকর্ষণ সন্ধানী ক্লাবের কালী পুজো! থিম জানলে একবার দেখতে যেতে মন চাইবেই!

+
Representative

Representative photo

#উত্তর ২৪ পরগনা: বারাসতের কালী পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে এবার উঠে আসছে এই পুজোর ভাবনা। মা এখানে আসছেন লিফটে করে। অবাক হচ্ছেন! এই কারণেই এই বছরের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে সন্ধানী ক্লাব বলেই মনে করছেন বারাসতবাসীরা।
৬২ তম বর্ষে বারাসত সন্ধানী ক্লাবের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। এবার এই পুজোর বাজেট ছাড়িয়েছে ৩০ লক্ষ। বাঁশের স্ট্রাকচারের কাজ শেষ, এখন লোহার পাইপ ঝালাই করে চলছে লিফটের কাজ। দিন রাত এক করে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে এই প্যান্ডেল তৈরির কাজ। বারাসতের অন্যান্য ক্লাবগুলিকে পিছনে ফেলে, সন্ধানীর পুজোর প্রচার এবার নজর কেড়েছে। এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের আলাদা একটা চাপ  তৈরি হবে বলে মনেকরা হচ্ছে, সেই কারণে ইতিমধ্যে প্রশাসনের সাথে পুজো উদ্যোক্তাদের বৈঠক হয়েছে। পরিদর্শন করে গিয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও। দর্শনার্থীদের নিরাপত্তা জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। সেইমত বারাসত সন্ধানী ক্লাব সাজিয়ে তুলছে মণ্ডপ।
advertisement
advertisement
১৫ ফুটের লিফট তৈরি করা হচ্ছে, যা আগে কোনো প্যান্ডেলে দেখা যায়নি বলেই জানান উদ্যোক্তারা। দর্শনার্থীরা প্রতিমা দর্শন করা এবং বেড়িয়ে যাওয়ার জন্য পাঁচটি রাস্তা রাখা হচ্ছে। দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করার পর লিফটে করে আসবে শ্যামা মা।তারপর দর্শন করার পর আবারও উঠে যাবে উপরে। ইতিমধ্যেই বারাসতবাসীরা বলছেন, এ এক অভিনব চিন্তাভাবনা। সেই কারণে সন্ধানীর এবারের থিম মা আসছে লিফটে করে। এবছর এই পুজো দেখতে দর্শনার্থীদের ভিড়ের সংখ্যা বিগত বছরের ভিড়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে। তাই দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসিটিভি থেকে যাবতীয় ব্যবস্থা সাজিয়ে নেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News | Barasat Kali Puja: মণ্ডপে লিফটে করে এসে দর্শন দেবেন মা কালী! বারাসতের সন্ধানী ক্লাবের পুজোর থিম অবাক করবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement