North 24 Parganas News: রাজারহাটের নামী রিসর্ট পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণ-ধর্ষণ! উঠছে প্রশ্ন
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: পার্টি শেষ হতেই তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ! ভয়াবহ ঘটনা রাজারহাটে!
উত্তর ২৪ পরগনা: আবারও শহরের বুকে উঠল মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। রাজারহাটের বৈদিক ভিলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ জানানো হয়েছে থানায়। হোটেল সূত্রে জানা যায়, বৈদিক ভিলেজে রিসর্ট ভাড়া করা হয়েছিল পার্টি করার জন্য। সেই পার্টি শেষ হতেই মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়। ইতিমধ্যেই রাজারহাট থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে চার জনকে।
ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রাজারহাট থানায় আসেন বিধাননগর পুলিশ কমিশনারেট এর কমিশনার গৌরব শর্মা। এছাড়াও ডিসি নিউটাউন, এসিপি রাজারহাট ও বিধাননগর কমিশনারেট এর গোয়েন্দা শাখার পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, গত নয় তারিখ রাজারহাট বৈদিক ভিলেজে একটি রিসর্ট ভাড়া করা হয়েছিল ১০ তারিখ পার্টি করার জন্য। এরপরেই ওই তরুণী ১১ তারিখ অর্থাৎ ঘটনার পরের দিন অভিযোগ দায়ের করেন রাজারহাট থানায়। ১০ থেকে ১৫ জনের একটি দল সেই পার্টিতে উপস্থিত ছিল। অভিযোগ পার্টি শেষ হয়ে যাওয়ার পরে তরুণীকে তরল জাতীয় মাদক খাইয়ে দিয়ে গণধর্ষণ করে চার যুবক। তারপরই রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
advertisement
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চলে জিজ্ঞাসাবাদ। এদিন তাদের বারাসাত আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও। ঘটনা ঘটে যাওয়ার পরেও, রাজারহাট থানার পুলিশকে অভিযুক্তদের বিষয়ে যথাযথ তথ্য দিতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view commentsLocation :
First Published :
November 12, 2022 4:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাজারহাটের নামী রিসর্ট পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণ-ধর্ষণ! উঠছে প্রশ্ন